করোনা আতঙ্কে বন্ধ দেশের হকি কার্যক্রম
২২ মার্চ ২০২০ ২১:২৫
ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ৩১ শে মার্চ পর্যন্ত বাহফের সকল হকি কার্যক্রম বন্ধ থাকছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর নির্দেশক্রমে আজ থেকে ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
একই সাথে উক্ত সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত ঘোষণা করা হয়।
একান্ত প্রয়োজনীয় ব্যতীত হকি ফেডারেশনের যে কোন দাপ্তরিক কার্যক্রম ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পাদনের নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সভাপতি নরেন্দ্র ধ্রুভ বাত্রা ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি উইলের স্বাক্ষরিত একটি চিঠি এফআইএইচ-এর প্রত্যেক সদস্য দেশকে পাঠানো হয়েছে, যেখানে সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামুলক ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।