Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় বেতনের অর্ধেক দিলেন টাইগাররা


২৫ মার্চ ২০২০ ১২:৫৭

প্রাণঘাতী করোনাভাইসের প্রাদুর্ভাবে দেশব্যাপী নেমে এসেছে স্থবিরতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিপণন কেন্দ্রগুলোও। জরুরী প্রয়োজনের অংশ হিসেবে কেবল খোলা রাখা হয়েছে মুদি দোকান ও ফার্মেসি। উদ্ভূত পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

করোনা ইস্যুতে সবমিলিয়ে মোট ২৭ জন ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। টাকার এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ। তবে কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি জানান, ‘করোনাভাইরাস মোকাবিলায় ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দিচ্ছেন। শুধু তারাই নয় এর বাইরে অনেক ক্রিকেটারই টাকা দিতে ইচ্ছুক।’

তার দেওয়া তথ্যমতে, করোনা ইস্যুতে জাতীয় দলের ক্রিকেটাররা তাদের মাসিক বেতনের অর্ধেক দান করেছেন। মোট ২৭ জন ক্রিকেটার ৩১ লাখ টাকা দিচ্ছেন। তবে ট্যাক্স কাটার পর পরিমাণটি গিয়ে দাঁড়াবে ২৬ লাখ টাকায়।

৩১ লাখ টাকা অর্থ দান করোনাভাইরাস করোনাভাইরাস মোকাবিলা টপ নিউজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর