Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় ইডেন হস্তান্তরে প্রস্তুত সৌরভ


২৫ মার্চ ২০২০ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্নজন বা বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে বিভিন্ন ভাবে। বিত্তবানরা এগিয়ে আসছেন অর্থ সহযোগিতা নিয়ে। পরোক্ষ সাহায্য নিয়েও হাজির হচ্ছেন অনেকে। ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাব তাদের স্টেডিয়ামকে হাসপাতাল হিসেবে ব্যবহার করার জন্য সরকারের কাছে হস্তান্তর করেছে। এদিকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন, চিকিৎসায় ব্যবহারের জন্য তিনিও কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনস হস্তান্তরের জন্য প্রস্তুত আছেন।

ভারতের সাবেক অধিনায়ক জানান, পশ্চিমবঙ্গ সরকার চাইলে ইডেন গার্ডেনস স্টেডিয়ামের বিশাল ইনডোর ফ্যাসিলিটি ও খেলোয়াড়দের ডরমেটরিকে কোয়ারেনটাইন হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, ‘যদি সরকার চায় আমরা তাহলে অবশ্যই হস্তান্তর করতে রাজি আছি। যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে কাজ করতে প্রস্তুত আছি আমরা।’

করোনাভাইরাস মোকাবিলায় পুরো ভারত এখন ‘লকডাউন’। পশ্চিমবঙ্গে ‘লকডাউন’ চলছে আগে থেকেই। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানান সৌরভ।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে। মারা গেছেন ১০ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ বিশ হাজারেও বেশি মানুষ। মৃতের সংখ্যার ১৯ হাজার ছাড়িয়েছে।

ইডেন গার্ডেনস করোনাভাইরাস মোকাবিলা করোয়াভাইরাস সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর