ফুটবলের দুঃসময়ে এগিয়ে আসছে ফিফা
১ এপ্রিল ২০২০ ১৩:১৮
করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। তবে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়েছে অনেক আগেই। ভাইরাসটি জনসংস্পর্শে ছড়ায় বলে প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে আছে। এতে স্বাভাবিকভাবেই বড় ক্ষতির মুখে পড়েছে ক্রীড়া সম্পর্কিত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।
কুলিয়ে উঠতে না পেরে বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবগুলো ফুটবলারদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলের বিভিন্ন ফেডারেশন তাদের কর্মী ছাটাই করছে। কিছু ছোট ক্লাব দেউলিয়া হয়ে পড়ার উপক্রম। এই ক্রান্তিকালে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
ক্ষতিগ্রস্তদের পেছনে রিজার্ভ (মজুত) অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফার পরিচালনা পর্যদ এক বিবৃতিতে বলেছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’
ফিফা জানিয়েছে, ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।
সর্বশেষ হিসেব মতে, ফিফার বর্তমান রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফিফা অবশ্য প্রতি বছরই রিজার্ভ থেকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিয়ে থাকে।