করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার সাবিনাদের
৪ এপ্রিল ২০২০ ১৯:৫৪
ঢাকা: বিশ্বজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া এই মরণব্যাধীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আসছে আন্তর্জাতিক ফুটবলারদের কাছ থেকে। এশিয়াতেও চলছে তেমনই একটি ক্যাম্পেইন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সেই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন বাংলাদেশের তিন তারকা নারী ফুটবলার।
করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ‘ব্রেক দ্য চেইন’ ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে এশিয়ার দেশগুলোর ফুটবলাররা করোনা সংক্রমণ এড়ানোর জন্য মানুষদের নির্দেশনা মেনে চলবার আহ্বান জানাচ্ছেন।
সেই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ও ডিফেন্ডার আঁখি খাতুন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বিবৃতিতে সাবিনা জানান, ‘পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আমাদের সবাইকে একযোগে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পদক্ষেপগুলো খুবই সহজ। হাত ধুবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। নিজ পরিবার ও বন্ধু-বান্ধবরা মিলে সমাজকে নিরাপদে রাখুন।’
অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের অধিনায়ক মারিয়া মান্ডারও বক্তব্য একইরকম, ‘চলুন সবাই মিলে কোভিড-১৯-র বিরুদ্ধে রুখে দাঁড়াই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের সরকারের নির্দেশনা মেনে চলি।’
ডিফেন্ডার আঁখি খাতুনের বার্তা, ‘আমরা সবাই মিলে চলুন করোনার বিরুদ্ধ রুখে দাঁড়াই। করোনা পুরো বিশ্বতে ছড়িয়ে পড়েছে। সবাইকে একযোগে কাজ করতে হবে। কাজগুলো সহজ- হাত ধুবেন নিয়মিত, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাসায় থাকুন। পরিবারসহ সবাই সুস্থ থাকুন।’