Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাড়িতে হামলার শিকার নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা


৬ এপ্রিল ২০২০ ১৬:২০

সাতক্ষীরায় পারিবারিক শত্রুতার জের ধরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের পলাশপোল সবুজবাগ তার বাড়ির সামনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে আহত হয়েছেন সাবিনা খাতুন, তার বোন সালমা খাতুন এবং বাবা সৈয়দ আলী। বোন সালমা খাতুনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সদর হাসপাদালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনায় রাতেই সাবিনার বোন শিরিনা খাতুন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজবাগ এলাকার ইমন হোসেন ও লতা বেগম নামের দু’জনকে গ্রেফতার করেছে। এই মামলার অপর দুই আসামীরা হলেন, জাফর গাজী ও সোহান গাজী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের জজকোট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়ির সামনে এসে পারিবারিক শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী ইমনের নেতৃত্বে উক্ত চার জন দেশীয় অস্ত্র (ধারালো দা), রড ও লাঠি সোটা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে সাবিনার বাবা সৈয়দ আলী বাড়ি থেকে বেরিয়ে তাদের নিষেধ করলে তারা তাকে কিল, চড় ও ঘুষি মেরে জখম করে।

এরপর সাবিনা ও সালমা তার বাবাকে সামলাতে আসলে তাদের উপরও হামলা চালায়। এক পর্যায়ে তারা সালমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারলে গুরুত্বর জখম হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে, প্রাথমিক চিকিৎসা নিয়ে সাবিনা ও তার বাবা সৈয়দ আলী বাড়ি ফিরলেও তার বোন সালমার অবস্থা গুরুত্বর হওয়ায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় রাতেই সাবিনার বোন শিরিনা খাতুন বাদী হয়ে উক্ত চার জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।’ তিনি আরো জানান, ‘এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তবে এ ব্যাপারে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অধিনায়ক সাবিনা আটক ২ নারী ফুটবল দল বাড়িতে হামলা বাংলাদেশ জাতীয় ফুটবল দল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর