Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন: ভোটার তালিকা পাঠানোর সময় বাড়াল বাফুফে


৬ এপ্রিল ২০২০ ১৯:৫১

ঢাকা: করোনার প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে বহুল আলোচিত নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেন (বাফুফে)। তবে নির্বাচনী কার্যক্রম সক্রীয় রাখতে চায় ফেডারেশন। সেজন্য এই পরিস্থিতির মধ্যেও কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করতে চায়। আগের বেঁধে দেওয়া সময় বর্ধিত করেছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক।

এর আগে ৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে ভোটার তালিকা পাঠানোর জন্য নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। ২০ এপ্রিল নির্বাচনকে স্থগিত হওয়ার পর কার্যক্রম সচল রাখতে ৭ এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা পাঠানো ও চূড়ান্তকরণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখে দ্বিতীয়বারের মতো সময় বাড়িয়ে ১৬ এপ্রিল নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৭ শে মার্চ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন স্থগিতের বিষয়টি ঘোষণা দেয় বাফুফে। সেসময় উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু।

নির্বাচন স্থগিত হলেও কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন আব্দুস সালাম মুর্শেদী, ‘নির্বাচনের ভোটার তালিকা আগেই চূড়ান্ত করা হবে। এটা আমরা কমিশনের কাছে জমা দিবো। কার্যক্রম অব্যাহত থাকবে।’ বার্তার মাধ্যমে বিষয়টি কাউন্সিলরদের অবহিত করা হয়েছে বলে জানান আবু নাইম সোহাগ, ‘মেইলের মাধ্যমে সব ডেলিগেটসদের জানিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে নির্বাচন পেছানোর বিষয়ে ফিফার কাছে পাঠানো চিঠির জবাব দিয়েছে মাদার সংগঠনটি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নির্বাচন করা যাবে বলে জানিয়েছে ফিফা।

বিজ্ঞাপন

বাফুফে বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভোটার তালিকা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর