‘এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবাও সম্ভব নয়’
১১ এপ্রিল ২০২০ ২২:৪৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’র (আইপিএল) এবারের মৌসুম মাঠে গড়াবে? ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে দামি প্রশ্নই হয়ত এটি। আইপিএল সংশ্লিষ্ট প্রায় সবাই মনে প্রাণে চাইছে টুর্নামেন্টটা হোক। ফাঁকা গ্যালারীতে হলেও খেলা শুরুর আহ্বান জানিয়েছেন অনেকেই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়’র সভাপতি সৌরভ গাঙ্গুলি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, ‘এই মুহূর্তে আইপিএল’র কথা চিন্তা করাও সম্ভব নয়।’
আইপিএল’র এবারের আসরটি শুরু হওয়ার কথা ছিল গত মার্চের ২৯ তারিখে। করোনাভাইরাসের প্রকোপে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। পিছিয়ে দেওয়া এই সময়ে তো নয়ই, সৌরভের কথা মতে সহসাই শুরু হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘সত্যি বলতে কি, এই মুহূর্তে আসলে আইপিএল নিয়ে ভাবাও সম্ভব নয়। কি করে ভাবব? কোনো দেশে ফ্লাইট উড়ছে না, কোথাও কেউ বাড়ি থেকে বেরুতে পারছে না। কত কত মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অবস্থা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। প্রতিটা দেশের সীমান্তগুলো বন্ধ। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে কীভাবে আলেচনা করা যায়? কিছুই তো ঠিক নেই! আগে মানুষের প্রাণ বাঁচুক, তারপর দেখা যাবে আইপিএল হবে কিনা।’
বিশ্বের অন্য দেশগুলোর মতো ভারতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে সৌরভ মনে করছেন, সু-দিন ফিরবে জলদিই।
ভারতের সাবেক সফল এই অধিনায়ক বলেন, ‘এই পরিস্থিতিতে আসলে কিছুই বোঝা যাচ্ছে না যে কি হবে। সবাই বলছে লকডাউন নাকি আরও বাড়বে। তবে আমি বিশ্বাস করি অন্ধকারের মধ্য দিয়ে যেতে যেতে ঠিকই আলো মিলবে। পৃথিবী ঠিকই আলোর খোঁজ পাবে, আবারও সুদিন ফিরবে।’
ধারণা করা হচ্ছে, আইপিএলের এবারের মৌসুম মাঠে না গড়ালে প্রায় ৪ হাজার কোটি রুপি লোকসান হবে বিসিসিআই’র। ক্রিকেটার, স্টাফসহ আইপিএল সংশ্লিষ্ট অন্যান্য মাধ্যমগুলোর ক্ষতি তো আছেই। সব মিলিয়ে বিসিসিআই যে সহজে আইপিএল’র আশা ছেড়ে দিবে না তা সহজেই আন্দাজ করা যায়।
আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ করোনাভাইরাস বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) সৌরভ গাঙ্গুলি