বাতিল নয় আইপিএল আয়োজনের ভিন্ন রাস্তা খুঁজবে বিসিসিআই
১২ এপ্রিল ২০২০ ১৪:৩২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল গত ২৯ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ঝুলে গেছে টুর্নামেন্টটি। করোনার বর্তমান পরিস্থিতি এবং ভারতে ভাইরাসটি যে হারে ছড়াচ্ছে তাতে মনে হচ্ছে না যে অল্প দিনের মধ্যে এটি শুরু করা সম্ভব হবে।
এদিকে, ধীরে ধীরে জটলা বাড়ছে আন্তর্জাতিক সূচিতেও। সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্ট আছে। সব মিলিয়ে আইপিএলের এবারের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শঙ্কিত অনেকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যে তাদের সোনার ডিম পাড়া হাঁসকে সহজে হাতছাড়া হতে দেবেন না সেটা আন্দাজ করাই যাচ্ছে। বিসিবিআইয়ের এক কর্তা সেটা স্বীকারও করলেন।
সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে আইপিএল বিষয়ে কথা বলেছেন বিসিসিআইয়ের এক কর্তা। বলেছেন, আইপিএল বাতিল করতে পারে না বিসিসিআই। এটি আয়োজনের ভিন্ন রাস্তা খোঁজা হবে।
ওই কর্তা বলেন, ‘বিসিসিআই আইপিএল বাতিলের সিদ্ধান্ত নিতে পারে না। আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সমাধান খুঁজে বের করব। তবে সে জন্য সবকিছু স্বাভাবিকতায় (করোনা পরিস্থিতি) ফিরতে হবে। ঠিক কোন উইন্ডোতে আইপিএল হবে তা এখনই বলা মুশকিল।’
আইপিএল অনির্দিষ্টকালের জন্য পেছানোর কথাও বলেন তিনি, ‘ভারতের তিনটি রাজ্য পাঞ্জাব, মহারাষ্ট্র ও কর্নাটক ইতোমধ্যেই লকডাউন বাড়ানোর কথা বলেছে। যা দ্বারা স্পষ্ট বোঝা যায় আইপিএল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে গড়াচ্ছে না। তবে এটা নিশ্চিত যে বাতিল হবে না। এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।’
আইপিএল যে এখনই শুরু করা সম্ভব নয় একদিন আগে এমন কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও।
কদিন আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছিলেন, আইপিএল বাতিল হওয়া মানে শুধু বিসিসিআইয়ের ক্ষতি নয়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর মধ্যে আইপিএল সবচেয়ে জাকজমকপূর্ণ। এই টুর্নামেন্ট হওয়া না হওয়ার সঙ্গে বিসিসিআইয়ের পাশাপাশি বেশ কিছু ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট অনেক সংস্থা ও ব্যক্তির স্বার্থ জড়িত। বিশ্ব ক্রিকেট অর্থনীতি চাঙ্গা রাখতেও ভূমিকা রাখে আইপিএল।
এদিকে, ফাঁকা গ্যালারীতে হলেও আইপিএল শুরুর আহ্বান জানিয়ে আসছেন বেশ কিছু ক্রিকেটার।