‘অদৃশ্য শক্তি’ করোনা থেকে মুক্তি পেতে জীবনের অনুরোধ
১৫ এপ্রিল ২০২০ ২১:৩৩
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: মরণঘাতী করোনাভাইরাসের কারণে দেশে এখন লকডাউন অবস্থা চলছে। দেশের প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব খেলাধুলা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের সরকার সবাইকে নিয়ম মেনে চলতে বলেছে। এমন ক্রান্তিতে করোনা মুক্তিতে দেশের ক্রীড়াবিদরাও সমর্থকদের সচেতন হতে অনুপ্রেরণা ও পরামর্শ দিয়ে চলেছেন।
জাতীয় দলের ফুটবলার নবীব নেওয়াজ জীবন তেমনই একটা বার্তা দিয়েছেন সাধারণ মানুষদের। আজ বুধবার (১৫ এপ্রিল) একটি ভিডিও বার্তার মাধ্যমে সচেতন থাকার বিষয়টি উল্লেখ করেছেন জীবন।
করোনা মুক্তিতে সামাজিক দূরত্বের বিকল্প নেই বলে উল্লেখ করে জীবন বলেন, ‘আপনারা জানেন পুরো বিশ্ব ‘করোনা ভাইরাস’ নামক এক অদৃশ্য শক্তির কাছে অসহায়। যেহেতু এই রোগের কোন প্রতিষেধক এখনো আবিষ্কার হয় নি, তাই রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো- একে অপরের থেকে দূরে থাকা।’
করোনাযুদ্ধে নিয়োজিত যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে ঢাকা আবাহনীর এই স্ট্রাইকার বলেন, ‘এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সৈনিক হলো ডাক্তার। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মী,ব্যাংকার,সেচ্ছাসেবীদের অবদান কম না। এই কঠিন সময়ে যারা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে অভিনন্দন।’
সামর্থবান দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জীবন, ‘সামনের দিন গুলো আমাদের জন্য আরো কঠিন চ্যালেঞ্জের। এসময় সকল স্বাস্থ্যকর্মীদের উচিৎ নিরাপত্তা বজায় রেখে,এক হয়ে সেবা প্রদান করা। আমাদের উচিৎ দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।’
স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন এই ফুটবলার, ‘আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, নির্দেশনা মেনে চলি, ঘরে থাকি, নিজেকে সুস্থ্য রাখি, নিজের পরিবারকে রক্ষা করি, দেশকে বাঁচাই।’
সারাবাংলা/জেএইচ