Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিরা একবারই জন্মে: বেকহাম


১৯ এপ্রিল ২০২০ ১৫:৫৪

আর্জেন্টিনায় তরুণ কোনো ফুটবলার আলো ছড়ালে সহজেই তার গায়ে ‘নতুন মেসি’ ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। বার্সেলোনাতেও ঠিক একই ঘটনা ঘটে। কিন্তু আর্জেন্টিনা, বার্সেলোনা নয় পুরো পৃথিবী মিলিয়েও দেড় যুগ ধরে আর একটা নতুন মেসি খুঁজে বের করতে পারেনি। ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ডেভিড বেকহাম বললেন, কখনো পাওয়া যাবেও না। শচীন টেন্ডুলকার, আইনস্টাইন বা রবীন্দ্রনাথরা যেমন একবারই জন্মে মেসির মতো ফুটবলাররাও তেমন একবারই জন্মে।

বিজ্ঞাপন

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মেসির তুলনা করতে গিয়ে এমন কথা বলেছেন বেকহাম। আর্জেন্টিনার সংবাদ সংস্থা ‘টেলাম’কে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ কিংবদন্তি বলেন, ‘মেসি অন্য পর্যায়ের ফুটবলার। সে যে পর্যায়ের ফুটবলার ওই পর্যায়ে আর কেউ নেই। মেসির মতো আরেকজন পাওয়া সম্ভব নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো ওর পর্যায়ে যেতে পারেনি। কোনো ধরনের সন্দেহ ছাড়াই মেসি বিশ্বের সেরা খেলোয়াড়।’

তবে রোনালদোকও খাটো করেননি বেকহাম। বলেছেন তাদের মতো দুজন খেলোয়াড় একই সময়ে জন্ম নেওয়াটা ফুটবলের জন্যই ভালো। বেকহাম বলেন, ‘ওদের টেকনিক আর প্রতিভায় হয়তো অনেক মিল আছে। তাদের মতো দুজন খেলোয়াড় একই সময়ে খেলছে, এটা ফুটবলের জন্যই ভালো।’

লিওনেল মেসি ক্লাব ফুটবলে ৭৫০ ম্যাচ খেলে গোল করেছেন ৬৩৮টি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ১৬১ ম্যাচ খেলে ৮৬ গোল করেছেন। অপর দিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ফুটবলে ৮৩৮ ম্যাচ খেলে গোল করেছেন ৬২৬টি। জাতীয় দল পর্তুগালের হয়ে ১৬৪ ম্যাচ খেলে গোল করেছেন ৯৯টি। মেসি বর্ষসেরা ফুটবলার হয়েছেন ছয়বার, ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছেন পাঁচবার।

ক্রিস্টিয়ানো রোনালদো ডেভিড বেকহাম লিওনেল মেসি সেরা ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর