‘শিরোনাম বিভ্রান্তিকর ছিল, ফর্মুলা ওয়ান ছাড়ছে না ফেরারি’
২৩ এপ্রিল ২০২০ ১৮:২৪
ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ প্রকাশ করে বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি ফেরারি ছাড়তে পারে ফর্মুলা ওয়ান। গার্ডিয়ান লেখে, অর্থনৈতিক দিক বিবেচনা করেই ফর্মুলা ওয়ান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে ফেরারি এমনটা জানিয়েছেন ফর্মুলা ওয়ান’র ফেরারি’র প্রধান মাত্তিয়া বিনত্তো। সংবাদ মাধ্যমগুলোতে ফেরারির নাম প্রত্যাহার করে নেওয়ার খবর প্রচারিত হওয়ার পর আত্মপক্ষ সমর্থন করে ফেরারি জানায় বিনত্তো কথা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তারা আরো জানায় ফেরারি ফর্মুলা ওয়ান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে না।
আরও পড়ুন: ফর্মুলা ওয়ান ছাড়ার হুমকি ফেরারি’র
এর আগে বুধবার (২২ এপ্রিল) ফেরারি’র ফর্মুলা ওয়ান’র প্রধান মাত্তিয়া বিনত্তো জানিয়েছেন অর্থনৈতিক লোকসানের মুখে পড়ার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিবে ফেরারি। ২০২০ সালের ফর্মুলা ওয়ানে প্রত্যেক দলের জন্য এফআইএ’র বাজেট ছিল ১৬০ মিলিয়ন ইউরো করে। তবে করোনাভাইরসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যায় এ বছরের ফর্মুলা ওয়ান। আর সেই সঙ্গে প্রত্যেক দলের জন্য করা ১৬০ মিলিয়ন ইউরোর বাজেট কমিয়ে আনা হয় ১৩৫ মিলিয়নে। ২০২১ সালের ফর্মুলা ওয়ানের জন্য সে বাজেট আরো কমিয়ে ৯০ মিলিয়নে করার কথা জানিয়েছে এফআইএ। আর তাতে ফর্মুলা ওয়ান ছাড়ার কথা বলেন বিনত্তো।
পরবর্তীতে স্কুদেরিয়া ফেরারি’র পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে তারা জানায়, ‘আমরা মাত্তিয়া বিনত্তো’র সাক্ষাৎকারের ব্যাপারটি আমরা পরিস্কার করতে চাই। বিনত্তো কখনোই বলেনি যে ফেরারি ফর্মুলা ওয়ান ছেড়ে দিচ্ছে। সে স্পষ্ট করে বলেছে যে আমরা নিজেদের এমন কোনো স্থানে নিয়ে যেতে চাচ্ছি না, যেখান থেকে আমাদের অন্যকোনো পন্থা ভাবতে হবে।।’
গার্ডিয়ান প্রথমত মাত্তিয়া বিনত্তো’র বরাত সংবাদের শিরোনাম করে ‘ফর্মুলা ওয়ান ছেড়ে দিচ্ছে ফেরারি। পরবর্তীতে অবশ্য সে শিরোনাম পরিবর্তন করে এই সংবাদমাধ্যম। এ ব্যাপারে ফেরারি’র পক্ষ থেকে বলা হয়, ‘আসলে সব কিছু শুরু হয় মাত্তিয়া বিনত্তো’র দেওয়া সাক্ষাৎকারের পর সংবাদমাধ্যমের ভুল শিরোনামের থেকে। তবে পরবর্তীতে সেই শিরোনাম সঠিক করেও দেওয়া হয়েছে।’
ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান ছাড়বে না ফেরারি ফেরারি ফর্মুলা ওয়ান বেনিত্তো মন্তব্য প্রত্যাহার