Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিকট ভবিষ্যতে ভারতে ক্রিকেট নয়’


২৩ এপ্রিল ২০২০ ১৭:৫৬

করোনাভাইরাসের প্রকোপে স্থবির পুরো পৃথিবী, সব ধরনের খেলাধুলাও বন্ধ। কিন্তু এভাবে আর কতদিন! আয়শূন্য হয়ে পড়াতে দেউলিয়া হওয়ার পথে অনেক ক্রিকেট বোর্ড বোর্ড এবং ক্লাবও। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও খেলা শুরু করার আহ্বান জানাচ্ছেন অনেকে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে।

ফরাসি লিগ ওয়ান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। স্প্যানিশ লা লিগা ক্লাবগুলোকে অনুশীলনের অনুমতি দিয়েছে। জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় টুর্নামেন্ট আইপিএল’র ব্যাপারেও কী এমন সিদ্ধান্ত নেওয়া হবে? অল্প সময়ের মধ্যে আইপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি সরাসরি বলে দিলেন ‘না’!

বিজ্ঞাপন

বুন্দেসলিগা শুরুর প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফলতম এই অধিনায়ক বলেন, ‘দেখুন জার্মানি ও ভারতের সামাজিক বাস্তবতা পুরোপুরি ভিন্ন। নিকট ভবিষ্যতে ভারতে ক্রিকেট সম্ভব নয়। এখানে যদিও অনেক কিছু জড়িত। সবচেয়ে বড় কথা, যেখানে জীবনের ঝুঁকি রয়েছে সেখানে আমরা ক্রিকেটের চিন্তা করতে পারি না।’

গাঙ্গুলির সঙ্গে একমত ভারতের তারকা স্পিনার হরভজন সিংও। ভারতের সামাজিক অবস্থান বিবেচনায় এখনই আইপিএলের মতো আয়োজন সম্ভব নয় বলেছেন ভাজ্জি, ‘যখন আইপিএলের দলগুলো এক শহর থেকে অন্য শহরে যায় তখন বিমানবন্দর, হোটেল বা মাঠের বাইরে প্রচুর ভিড় হয়। এসব আপনি আটকাবেন কীভাবে? কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিৎ হবে না।’

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) ভারতে ক্রিকেট স্থগিত সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর