Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও দুই বিশ্বকাপ খেলবেন মেসি!


৫ মে ২০২০ ১৯:৩৪

চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দশটি স্প্যানিশ লা লিগা মিলিয়ে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি শিরোপা জিতেছেন মোট ৩৪টি। ক্লাব ফুটবলে সম্ভাব্য সবই জিতেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। কিন্তু জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের আক্ষেপটা এখনো। ২০০৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন, জাতীয় দলের হয়ে মেসির অর্জন বলতে ওই একটিই। বড় শিরোপার কাছাকাছি পৌঁছেছিলেন অবশ্য তিনবার। দু’বার কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন আর একবার বিশ্বকাপ। তবে শিরোপা অধরাই রয়ে গেছে।

বিজ্ঞাপন

মেসি আরেকবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার চেষ্টা করবেন কিনা তা নিয়ে বহু আলোচনা আছে। গত কোপা আমেরিকার আগে তাকে ছাড়া মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। বয়সও তো কম হলো না। জুনে ৩৩তম জন্মদিনের কেক কাটবেন। আগামী কাতার বিশ্বকাপ এখনো আড়াই বছর পর। অর্থাৎ মেসির বয়স তখন ৩৫ ছাড়িয়ে যাবে। ওই বয়সে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিবেন কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। তবে মেসির সাবেক ক্লাব সতীর্থ স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ মনে করছেন, কাতার বিশ্বকাপ তো অবশ্যই তারপরের বিশ্বকাপেও খেলবেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর! ৩৯ বছর বয়স পর্যন্ত মেসি খেলে যাবেন বলে বিশ্বাস জাভির।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের এই খেলাধুলাহীন সময়টাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনফারেন্স আড্ডায় মেতে উঠছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকারা। সম্প্রতি বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতোর সঙ্গে ভিডিও কনফারেন্স কলে যুক্ত হয়েছিলেন জাভি। সেখানে উঠে এসেছে এমন কথা।

জাভি বলেন, ‘এখনও পাঁচ-সাত বছর ভালোভাবে খেলে যাওয়ার সামর্থ্য আছে মেসির। সে নিজের ভালো যত্ন নেয়। হয়তো সে ৩৭, ৩৮ অথবা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারে। আমি নিশ্চিত, কাতার বিশ্বকাপে সে খেলবে।’

বার্সেলোনায় ১৭ বছর ফুটবল খেলেছেন জাভি। ২০১৫ সালে বার্সা ছেড়ে কাতারের আল-সাদ ক্লাবে যোগ দিয়েছিলেন। এখন সেই ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কিংবদন্তি। গত বছর বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন জাভি।

আর্জেন্টিনা দুই বিশ্বকাপ লিওনেল মেসি

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর