Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট র‍্যাংকিংয়ে আমাদের ছয়ে আসার সামর্থ্য আছে: মুশফিক


৭ মে ২০২০ ১৭:০৭

গেল সপ্তাহে আইসিসি’র টেস্ট রেটিং দেখে অনেকেরই চোখ ছানাবড়া অবস্থা। রেটিং পয়েন্টে পুঁচকে আফগানিস্তানেরও নিচে নেমে গেছে বাংলাদেশ! দুই বছর টেস্ট খেলে আফগানদের রেটিং পয়েন্ট যেখানে ৫৭ সেখানে ২০ বছর খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ৫৫। ওয়ানডেতে যে বাংলাদেশ ভারত, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদেরও বলে কয়ে হারিয়ে দেয়, বিশ্বকাপেরর কোয়ার্টার ফাইনালে খেলে, চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালে খেলে সাদা পোষাকে সেই দলটি কীনা নবজাতক আফগানদেরও নিচে অবস্থান করছে! বিষয়টি নিশ্চয়ই এদেশের ক্রিকেটার ও ভক্তদের জন্যও বিব্রতকর।

বিজ্ঞাপন

ঠিক এমতাবস্থায় আশার বাণী শোনালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বললেন, লাল সবুজের দলে যেসকল প্রতিভাবান ক্রিকেটাররা আছে, তাতে টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা ছয়ে আসা অসম্ভব নয়।

বৃহস্পতিবার (৭ মে) এক ফেইসবুক পেইজে দেওয়া আড্ডায় তিনি একথা জানান।

মুশি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এখন অবশ্য বন্ধ আছে। তবে এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমার কাছে ব্যক্তিগত অর্জনের চাইতে দেশের অর্জন সবসময়ই বড়। আমি মনে করি টেস্টে আমাদের সেরা ছয়ের মধ্যে আসার সামর্থ্য আছে। এবং সেটা খুব দ্রুতই শুরু করা উচিৎ।’

টেস্ট মর্যাদার ২০ বছর পেরিয়ে গেলেও আজও এই ফরম্যাটে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এর প্রধান কারণ কম সংখ্যক টেস্ট ম্যাচ খেলা। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায়, বিদেশের মাটিতে জয়শূণ্য থাকা। মুশফিকের মতে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ ৬, ৭ এর মধ্যে আসতে গেলে বিদেশের মাটিতে অবশ্যই ভালো করতে হবে। তবে দেশের মাটিতে জয়ের যে হার তাতে তাকে সন্তুষ্ট বলেই মনে হলো।

‘টেস্ট র‌্যাংকিংয়ের কথা যদি বলি দল হিসেবে আমাদের অনেক কিছু অর্জন করা বাকি আছে। গত ২০ বছর আমরা সেভাবে অর্জন করতে পারিনি। যদিও আমাদের কিছু মেধাবী ক্রিকেটার ছিল। একই সঙ্গে আমি মনে করি দেশের মাটিতে ম্যাচ জয়ের পরিসংখ্যান উপরের দিকে যাচ্ছে। আমাদের মূল ফোকাস এখন বিদেশে ভালো করা করা।’

ছয় নম্বর টেস্ট র‌্যাংকিং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর