Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনামুক্ত লিওনেল মেসিরা


৭ মে ২০২০ ২১:৫৭

ইউরোপ জুড়ে করোনাভাইরসের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। আর তাতেই ইতালি স্পেনের সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে। আর সেই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফেরাতে পরিকল্পনা শুরু করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে অনুশীলনের দিন নির্ধারণ করে দিয়েছে দেশগুলোর সরকার প্রধান। তবে অনুশীলনে ফেরার আগে মানতে হবে স্বাস্থ্যবিধি।

স্বাস্থ্যবিধির মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফকে। কেবল মাত্র করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ আসলেই অনুমতি মিলবে অনুশীলনের। বুধবার (৬ মে) বার্সেলোনার পুরো দলকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয় বৃহস্পতিবার (৭ মে) আসে তার ফলাফল। আর ফলাফলে দেখা যায় লিওনেল মেসিসহ বার্সেলোনার সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বিজ্ঞাপন

করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় শুক্রবার থেকেই অনুশীলনে ফিরতে পারবে খেলোয়াড়রা। তবে সেখানেও মানতে হবে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি। আগামি শুক্রবার জোয়ান গাম্পার অনুশীলন মাঠে অনুশীলনে ফিরবে লিওনেল মেসিরা। তবে দলের সবাই অনুশীলনে ফিরলেও কেবল ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিরবেন না। কারণ ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। আর তার করোনার পরীক্ষাও করা হয়নি একই কারণে।

করোনা পরীক্ষা করোনাভাইরাস করোনামুক্ত বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর