Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিত ওয়ার্নার


৯ মে ২০২০ ১৫:৩০

আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির গত ভিডিও কনফারেন্স বৈঠকে অস্ট্রেলিয়ান বোর্ড জানায়, ঠিক সময়ে বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে, ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ কমাতে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফেরার প্রস্তুতি চলছে। ফলে করোনা ভয়ের মধ্যেও সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদি অনেকেই। তবে ডেভিড ওয়ার্নার আশা দেখছেন না।

করোনাভাইরাসের বর্তমান অবস্থা বিচারে ওয়ার্নার মনে করছেন না যে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ১৬টি দল নিয়ে একটা জমজমাট ক্রিকেট আসর সম্ভব। শুক্রবার (৮ মে) রাতে ভারতের তারকা ওপেনার রোহিত শর্মার সঙ্গে ভিডিও কনফারেন্স আড্ডায় যুক্ত হয়েছিলেন ওয়ার্নার। সেখানেই এমন কথা বলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ১৬ দল অংশ নেবে। সবাইকে একসঙ্গে করে আয়োজন করা খুবই কঠিন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলার কথা আছে ভারতের। রোহিত শর্মা বলেছেন, ওই সিরিজ খেলতে মুখিয়ে আছেন তিনি।

ভারতীয় তারকা বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পছন্দ করি। ২০১৯ সালে ওখানে আমরা জিতেছিলাম, দারুণ অভিজ্ঞতা। ‘আমাদের বোলার, ব্যাটসম্যান সবাই দুর্দান্ত খেলেছিল। এবারও অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছি। আশা করি দুই বোর্ড একটা সুন্দর সমাধান বের করবে। হয়ত ওই সিরিজ দিয়ে আবার ক্রিকেট শুরু হতে পারে। এটা হতে পারে আকর্ষণীয় ব্যাপার।’

বল টেম্পারিং কলঙ্কে নিষিদ্ধ হয়ে ওই সিরিজটা খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ওয়ার্নার বলেছেন, আসন্ন সিরিজের জন্য অপেক্ষা করছেন তিনিও।

অজি তারকা বলেন, ‘হ্যাঁ বাইরে থেকে দলের হার দেখতে হয়েছে। আমার জন্য সেটা ছিল কষ্টকর, তবে মনকে সান্তনা দিতাম। তবে বলতেই হয় বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ভারতের পেস আক্রমণ এখন সেরা। আমরাও অপেক্ষায় আছি।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইসিসি সভা টি-টোয়েন্টি বিশ্বকাপ ডেভিড ওয়ার্নার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর