Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন ধোনি!


৯ মে ২০২০ ২০:৫৯ | আপডেট: ৯ মে ২০২০ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের এই ক্রিকেটহীন সময়টাতে সামাজিক যোগাযোগামাধ্যমে আগের চেয়ে বেশিই সচল দেখা যাচ্ছে ক্রিকেটারদের। তারকা ক্রিকেটাররা বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও কনফারেন্স কলে লাইভ আড্ডায় যুক্ত হচ্ছেন। কেউ ঘরবন্দি সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি বা ভিডিও শেয়ার করছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এসবের অনেক বাইরে। নিজের অ্যাকাউন্টে শেষ কবে ছবি বা ভিডিও পোস্ট করেছেন সেটা হয়তো ধোনি নিজেও ভুলে গেছেন! আজ শনিবার (৯ মে) ধোনির স্ত্রীর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ধোনির এক পলক দর্শন চমকে দিয়েছে সবাইকে।

এ কোন ধোনি! মুখ ভর্তি সাদা দাঁড়ি বড় হয়ে গেছে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ঢিলেঢালা পোশাকে মনে হচ্ছে মেদও হয়তো বেড়েছে। ধোনির বুড়িয়ে যাওয়া ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়কের এমন চেহারা ভক্তরা মানতে পারছেন না।

বিজ্ঞাপন

তবে কি ধোনি অধ্যায় সমাপ্ত! জাতীয় দলে ফেরার চিন্তা বাদই দিয়ে দিলেন তিনি! শরীরের যত্ন নিচ্ছেন না কী সেই কারণেই, নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আইপিএল শুরু হলে চেন্নাই সুপার কিংসকে কে নেতৃত্ব দিবেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনাও তুলেছেন অনেকে। অথচ করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে যাওয়ার সময়েও চেন্নাইয়ের হয়ে পুরোদমে অনুশীলন করছিলেন ভারতীয় তারকা।

গত ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে ধোনি। বলা হচ্ছিল, জাতীয় দলের ফেরার লক্ষ্যে এবারের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করতে চান ধোনি। সেই লক্ষ্যে অনুশীলন শুরু করেছিলেন। যাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারেন। কিন্তু করোনার কারণে আইপিএল আয়োজন হওয়া নিয়েই এখন অনিশ্চয়তা। তবে কী হাল ছেড়ে দিলেন ধোনি!

নতুন রুপে ধোনি মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর