Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচিনের সমস্যা হয়নি কিন্তু আমার ক্ষেত্রে তা ভিন্ন: কোহলি


১৮ মে ২০২০ ২৩:২৯

তামিমের লাইভ শো’তে বিরাট কোহলি অতিথি হয়ে আসছেন তা জানিয়েছিলেন শনিবার রাতেই। অবশেষে সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হলেন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান বিশ্বের ব্যাটসম্যান বিরাট কোহলি। লাইভ আড্ডাতেই তামিমের প্রশ্নের জবাবে নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তনের রহস্য জানালেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, শচিন টেন্ডুলকার এক জায়গায় দাঁড়িয়ে খেলেছেন সারাজীবন। তার খেলার ধরনের কোনো সমস্যা হয়নি। তবে আমার মনে হয়েছে আমার খেলার ধরনের সঙ্গে পায়ের নড়াচড়ার বিষয়টি বেশ কাজে দিয়েছে।

বিজ্ঞাপন

লাইভে তামিম কোহলির খেলার ধরন পাল্টে ফেলার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তামিম বলেন, ‘আমি যখন প্রথম আপনার খেলা দেখি তখন দেখতাম আপনি এক জায়গায় দাঁড়িয়ে খেলতেন। কিন্তু এখন আপনি সামনে-পেছনে গিয়ে খেলেন। অন্যদিকে আমি এক জায়গায় দাঁড়িয়ে খেলি। আমার সঙ্গে অনেক কোচ কথা বলেছে আর পরামর্শ দিয়েছে সামনে-পেছনে গিয়ে খেলার চেষ্টা করার। তবে আমি সেভাবে খেলতে গেলে অস্বস্তিতে পড়ে যাই। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন নিজের খেলার ধরনটা পালটে ফেললেন? আর সামনে-পেছনে গিয়ে খেলা শুরু করলেন?

বিজ্ঞাপন

তামিমের এমন প্রশ্নের জবাবে ব্যাটিংয়ের ধরনের রহস্য জানান দিলেন বর্তমান ওডিআই র‍্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান। কোহলি জানালেন, ‘আসলে এটা আমার ব্যক্তিগত কারণ। আমার মনে হলো আমার মাঠের সব জায়গায় খেলতে হবে। কিন্তু এভাবে এক জায়গায় দাঁড়িয়ে খেললে আমার খেলার শটস অনেক কমিয়ে দেয়। আমার মনে হচ্ছিল আমি একভাবেই ক্রিকেট খেলছিলাম। কিন্তু ব্যাটিংয়ের সাধারণ বিষয় আমার মনে হয়েছে যে যদি আমার হিপ বেস্ট পজিশনে থাকে। তাহলে আমি আমার পা যেকোনো সময় আগে নিয়ে কিংবা পেছনে নিয়ে খেলতে পারবো। আর এটার কারণে আমি মাঠের সব জায়গায় খেলতে পারছি।’

মাঠের সব জায়গায় শটস খেলার জন্য যে নিজের পা সরিয়ে খেলতে হবে এমনটাতেই আটকে থাকেননি এই তারকা। কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের উদাহরণও এনে তামিমকে জানিয়েছেন সে বিষয়ে। কোহলি বলেন, ‘এমন নয় যে সবাইকে সামনে-পেছনে গিয়ে খেলতে হবে। তবে অনেকের ক্ষেত্রে এক জায়গায় দাঁড়িয়ে খেললেও কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। যেমন শচিন টেন্ডুলকার এক জায়গায় দাঁড়িয়ে খেলেছেন সারাজীবন। তার খেলার ধরনের কোনো সমস্যা হয়নি। তবে আমার মনে হয়েছে আমার খেলার ধরনের সঙ্গে পায়ের নড়াচড়ার বিষয়টি বেশ কাজে দিয়েছে।’

কোহলি আরো বলেন, ‘আমার কাছে এভাবে খেলাটা কাজে দিয়েছে। তবে আমি বলবো আগে চেষ্টা করতে হবে। অনুশীলনে চেষ্টা করতে হবে কিন্তু সব থেকে বড় কথা কয়েকটি ম্যাচেও চেষ্টা করতে হবে। কারণ আমি এই অভিজ্ঞতা অর্জন করেছি যে ম্যাচে এসব কিছু চেষ্টা করাটা একটা কঠিন ব্যাপার। কারণ ম্যাচে অনেক চাপ থাকে, প্রতিপক্ষের চাপ থাকে। অনুশীলন আমাকে তৈরি করে আর ম্যাচে সেটা প্রয়োগ করলে আমি আত্মবিশ্বাস পাই।’

তামিম ইকবাল তামিমের লাইভ শো তামিমের সঙ্গে লাইভ আড্ডায় বিরাট কোহলি ব্যাটিংয়ের ধরন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর