Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-রামোসদের লিগ শুরু ৮ জুন


২৩ মে ২০২০ ১৯:০৩

করোনাভাইরাসের মহামারির মধ্যেই অনুশীলনে ফিরেছে রিয়াল-বার্সাসহ লা লিগার সকল দলের ফুটবলাররা। গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই যে জুনে শুরু হচ্ছে স্থগিত হওয়া মৌসুম। তবে ঠিক কবে নাগাদ তা শুরু হবে বলতে পারছিল না স্বয়ং লা লিগা কর্তৃপক্ষও। অবশেষে স্প্যানিশ সরকারের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিলেন আগামি ৮ জুন লা লিগা শুরুর।

স্প্যানিশ সরকার করোনাভাইরাস মোকাবিলার জন্য সক ধরনের মানুষের সমাগম নিষিদ্ধ করে রেখেছে আগেই। আর তাই তো ৮ জুন মাঠে লা লিগা ফিরলেও স্টেডিয়ামে থাকতে পারবে না কোনো দর্শকই। এর আগে লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস জুনের ১২ তারিখ লা লিগা শুরুর কথা বলেছিলেন।

বিজ্ঞাপন

সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়ে বলেন, ‘আমি জানি স্পেনের যা করা উচিৎ ছিল স্পেনের মানুষ তা করেছে, আর এখন সময় এসে নতুন করে সবকিছু শুরু করার। সময় এসেছে দৈনন্দিন কাজ সকলের ফিরে যাওয়ার। আগামি ৮ জুন থেকে লা লিগা শুরু হবে।’

এর আগে জার্মান বুন্দেসলিগা শুরু মে মাসের ১৬ তারিখে।

৮ জুন লা লিগা লিওনেল মেস সার্জি রামোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর