ইচ্ছা করেই অনেকে খারাপ খেলে: ইউনিস খান
২৫ মে ২০২০ ১৪:৪৩
কিংবদন্তী ইমরান খানের পর পাকিস্তান দলকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন ইউনিস খান। ২০০৯ সালে তার নেতৃত্বেই পাকিস্তান ইংল্যান্ড থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফিরেছিল। আর বিশ্বকাপ জয়ের প্রতিদান স্বরূপ এর ঠিক ছয় মাস পর ইউনিসের কাছ থেকে পাকিস্তানের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। তবে বিশ্বকাপ জেতার ছয় মাস পরে কেনই বা তার এমন প্রতিদান?
সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইউনিস খান জানিয়েছেন অধিনায়কত্ব হারানোর কারণ। তিনি বলেন, ‘জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, যখন সত্যি কথা বললে লোকে মনে করবে, আপনি উন্মাদ। আমার সবথেকে বড় দোষ ছিল আমি বলেছিলাম “কয়েক জন ক্রিকেটার নিজের সেরাটা দিচ্ছে”।’
পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস খান। আর অধিনায়ক হিসেবেও সফল। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও পাকিস্তানে তার জনপ্রিয়তার ছিটেফোঁটাও নেই। এ ব্যাপারে ইউনিস বলেন, ‘সেই সব ক্রিকেটাররাই পরে নিজেদের ভুল বুঝতে পেরেছিল। তারপরেও আমরা একসঙ্গে খেলেছি। আমি জানতাম, আমি ভুল কিছু বলিনি। সব সময়ে সত্যি কথা বলতে হবে, এটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে।’
কিছুদিন আগেই পাকিস্তানের সাবেক পেসার রানা নাভিদ সে দেশের এক টিভি চ্যানেলে বলেছিলেন, ‘২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে’তে ইচ্ছাকৃতভাবে কিছু সিনিয়র খেলোয়াড়রা হারিয়ে দিয়েছিল।’ আর সেই সিরিজ হারের কারণেই কপাল পুড়েছিল ইউনিস খানের। সেই সিরিজের পরেই অধিনায়কত্ব থেকে অপসারণ করা হয় তাকে। অবশেষে তিনিও জানালেন একই কথা।
ইউনিস খান পাকিস্তান জাতীয় ক্রিকেট দল পাকিস্তানি ক্রিকেটার বিশ্বকাপজয়ী অধিনায়ক