Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌরভের প্রত্যাশা ৬-৭ মাসে মিলবে করোনার ভ্যাকসিন


৩১ মে ২০২০ ২১:৫৩

স্পোর্টস ডেস্ক
অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জনসাধারণের জীবনযাত্রার কথা চিন্তা করে ধীরে ধীরে ‘লকডাউন’ শিথিল করা হচ্ছে। তবে করোনাভাইরাসের আতঙ্ক এখনো কমেনি একটুও। পৃথিবীজুড়ে ৬০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। মারা গেছে ৪ লাখের বেশি মানুষ। দিন যতো যাচ্ছে তরতর করে বাড়ছে এই সংখ্যা। হন্যে হয়ে খুঁজলেও এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন আবিষ্কারে ব্যর্থ চিকিৎসাবীদরা। তবে, সৌরভ গাঙ্গুলির প্রত্যাশা আগামী ৬-৭ মাসের মধ্যে মিলবে করোনার ভ্যাকসিন।

করোনাভাইরাসের প্রভাবে ক্রিকেট বন্ধ সেই মার্চের মাঝামাঝি সময় থেকে। ভাইরাসটির কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভারতীয় ক্রিকেটের ‘সোনা ডিম পাড়া হাঁস’ হিসেবে পরিচিত আইপিএল। স্থগিত হয়েছে ভারতের বেশ কয়েকটি সিরিজ। একাধিক সিরিজ যে বাতিল হতে যাচ্ছে সেটা প্রায় নিশ্চিত। এসব নিয়ে কথা বলতে গিয়েই করোনার ভ্যাকসিন আবিষ্কারের প্রসঙ্গ তুলেছেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও দেশটির সাবেক নন্দিত অধিনায়ক বলেন, ‘সবকিছু আবারও আপন কক্ষে ফিরে আসবে। পুরো বিশ্ব একটা অনাকাঙ্ক্ষিত ধাক্কা খেয়েছে এবং এটার সঙ্গে লড়াই করার জন্য ওষুধও ছিল না আমাদের কাছে। তবে আমি আশা করছি, আগামী ৬-৭ মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে এবং সবকিছু আবার স্বাভাবিক হবে।’

মাঠে পুনরায় ক্রিকেট ফেরানো প্রসঙ্গে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং আইসিসি- উভয়ই চাচ্ছে ক্রিকেট ফেরানোর জন্য। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কিছু পরিবর্তন আসবেই, সূচিও বদলে যাবে। খেলোয়াড়দের বাধ্যতামূলক টেস্ট, ডাক্তারি পরীক্ষা করাতে হবে। তবে খেলার মধ্যে এর প্রভাব থাকবে না।’

নিজের গল্পও শুনিয়েছেন সৌরভ। বলা হয়ে থাকে ভারতীয় ক্রিকেটের গতিপথ পরিবর্তন হয়েছে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বেই। বিশ্ব ক্রিকেটের সফলতম অধিনায়কদের তালিকা করলে সৌরভের নামটা উপরের দিকেই থাকবে। কিন্তু কলকাতার মহারাজ জানালেন, ক্রিকেটার নয় হতে চেয়েছিলেন নাকি ফুটবলার!

সৌরভ বলেন, ‘আমি ঘুড়ি ওড়াতে ভালোবাসতাম, তবে ফুটবল ছিল আমার জীবন এবং বেশ ভালো খেলতাম। কিন্তু একবার গ্রীষ্মের ছুটিতে বাবা বললেন, যাও ক্রিকেট অনুশীলন করো। কারণ আমি অনেক দুষ্টুমি করতাম। আমিও এই প্রস্তাবে রাজি হই। কারণ বাসার নিয়মে ঘেরা জীবনের চেয়ে খেলাই ভালো ছিল।’

সারাবাংলা/এসএইচএস/জেএইচ

করোনা বিসিসিআই ভ্যাকসিন সৌরভ গাঙ্গুলি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর