Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-উইলিয়ামসন একে অপরের ‘সহায়ক’


৭ জুন ২০২০ ১৮:৫০

মাঠে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের প্রথম দেখা ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। কোহলি তখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, উইলিয়ামসন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। সময়ের বিবর্তনে দু’জন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। দু’জনই জাতীয় দলের নেতৃত্ব সামলাচ্ছেন বছর কয়েক ধরে। সে হিসেবে একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল। কিন্তু উইলিয়ামসন-কোহলির দ্বৈরথ রূপ নিয়েছে বন্ধুত্বে।

বিজ্ঞাপন

সময় পেলেই একে অপরকে প্রসংশায় ভাসিয়েছেন। একজনের প্রতি অন্য জনের শ্রদ্ধা, বিনয়েরও নেই কমতি। উইলিয়ামসন বলেছেন, তারা একে অপরের সহায়কও।

সম্প্রতি স্টার স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। আলোচনায় ভারতীয় অধিনায়ককে প্রসংশায় ভাসিয়েছেন উইলিয়ামসন, ‘হ্যাঁ, আমরা ভাগ্যবান যে একে অপরের বিপক্ষে খেলছি। তরুণ বয়সে দেখা হওয়া এবং তার এগিয়ে যাওয়ার পথচলার সাক্ষী হতে পারা দারুণ ব্যাপার।’

বন্ধুত্বের খাতিরে একে অপরের দ্বারা উপকৃত হচ্ছেন বলেও জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক, ‘এটা দারুণ, আমাদের একে অন্যের বিপক্ষে দীর্ঘদিন ধরে খেলতে হচ্ছে। কিন্তু সম্ভবত গত কয়েক বছর ধরে খেলাটির সম্পর্কে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, কিছু সৎ ভাবনা আদান-প্রদান করছি। শারীরিক দিক থেকে খেলার ধরন এবং মাঠে আমাদের চরিত্র কিছুটা আলাদা হওয়ার পরও কিছু ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছি।’

কেন উইলিয়ামসন বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর