Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ফলাফল নেগেটিভ, ইংল্যান্ডের পথে ক্যারিবিয়ানরা


৯ জুন ২০২০ ১৫:০৭

তিন টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে রওনা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। গতকাল সোমবার (৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ থেকে দুই বিমানে করে ক্রিকেটারদের অ্যান্টিগায় জড়ো করা হয়। আজ মঙ্গলবার (৯ জুন) ইংল্যান্ডের উদ্দেশে অ্যান্টিগা ছেড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজটা নিয়ে বেশ কথা হচ্ছে। করোনা ধাক্কার মধ্যে এটাই যে প্রথম আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে। করোনার মধ্যে ফুটবল মাঠে ফিরেছে অনেকদিন হলো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ক্রিকেটও ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তারই ফল।

বিজ্ঞাপন

সব কিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টেস্ট। জুলাইয়ের ১৬ ও ২৪ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। দেশ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি। ক্রিকেট এবং খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বড় একটা ধাপ এটা। খেলার নতুন এই পর্যায়ের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে।’

অ্যান্টিগা ছাড়ার আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছে। পুরো দলের নেগেটিভ ফল এসেছে। এদিকে, আগেই বলা হয়েছে ইংল্যান্ড পৌঁছে তিন সপ্তাহের হোম কোয়ারেনটাইনে থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। অনুশীলন শুরু তারপর।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সফর ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর