Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণবাদের প্রমাণ দেখিয়ে ক্ষমা চাইতে বললেন স্যামি


১০ জুন ২০২০ ১৩:০৩

যুক্তরাষ্ট্র পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে, এর মধ্যেই ড্যারেন স্যামি দাবি করেছিলেন আইপিএলে বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক দাবি করেন আইপিএল খেলার সময় ‘কালু’ বলে ডাকা হতো তাকে। কিন্তু তৎকালীন সতীর্থ ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, ভেনুগোপাল রাওরা বেমালুম অস্বীকার করেন এই দাবি। ক্যারিবিয়ান তারকা এবার প্রমাণ নিয়ে হাজির।

বিজ্ঞাপন

২০১৪ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন স্যামি। ওই বছরের ১৪ মে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন ভারতের তারকা পেসার ইশান্ত শর্মা। ছবিতে থাকা ড্যারেন স্যামিকে ‘কালু’ বলে সম্বোধন করেছেন ইশান্ত। ভাইরাল হয়ে পড়া ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষমা চাইতে বলেছেন স্যামি।

সেই ছবিতে ইশান্ত, স্যামি ছাড়াও ভারতের অপর তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও দক্ষিণ আফ্রিকান তারকা পেসার ডেল স্টেইনও আছেন। ইশান্ত ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি, ভুবি, কালু ও গান রাইজার্স।’

স্যামি বলছেন, ওই সময়টাতে ‘কালু’ শব্দের মানে ঠিকভাবে জানতেন না তিনি। এটাকে প্রসংশাই মনে করতেন। কিন্তু জানার পর বেজাই চটেছেন ক্যারিবিয়ান তারকা। এখনো ক্ষুব্ধ তিনি।

দুটি বিশ্বকাপ জেতা অধিনায়ক বলেছেন, ‘আমি তাদের বার্তা পাঠাব। তোমরা জানো তোমরা কারা। আমি স্বীকার করছি, যখন ওই নামে আমাকে ডাকা হতো, আমি জানতাম না এর অর্থ কি। দল অন্তঃপ্রাণ একজন হিসেবে আমি ভেবেছিলাম, সতীর্থরা যখন এত খুশি, নিশ্চয়ই এটি মজার কিছু হবে। কিন্তু এটা মোটেও মজার কিছু ছিল না, বিষয়টা বুঝতে পারার পর আমি ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। এটা ছিল অপমানজনক।’

ইশান্তদের ক্ষমা চাওয়ার বার্তা দিয়েছেন স্যামি, ‘যারা আমাকে ওই নামে ডাকতে, তোমরা নিজেরা তা জানো। তোমাদের কয়েকজনের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমাদের ইনস্টাগ্রাম, টুইটারে আছি। আমার সঙ্গে যোগাযোগ করো, চলো বিষয়টা নিয়ে কথা বলি। আমি এখনও ক্ষুব্ধ। তোমাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ, তোমাদের সবাইকে আমি ভাইয়ের মতো দেখতাম। তাই, আমার সঙ্গে কথা বলো। যোগাযোগ করো, দয়া করে ব্যাপারটা পরিষ্কার করো।’

বিজ্ঞাপন

আইপিএলে বর্ণবাদের শিকার ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামি বর্ণবাদ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর