দর্শকশূন্য মাঠে আইপিএল শুরুর ইঙ্গিত!
১১ জুন ২০২০ ১৩:১৩
বুধবার (১০ জুন) আইসিসি সভাতেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিসের কি? ৫ ঘণ্টা বৈঠক হলো ঠিকই অথচ বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে কোনো সিদ্ধান্তেই আসতে পারল না বিশ্ব ক্রিকেটের ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা! বরং উল্টো অপেক্ষা বাড়ল। আর বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি’র দ্বিধাতেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি দর্শকশূন্য মাঠে এ বছরই আইপিএল আয়োজনের কথা চিন্তাভাবনা করছেন।
বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এবং ২০২১ নারী বিশ্বকাপ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে জুলাইয়ের আইসিসি সভা পর্যন্ত। তার আগ পর্যন্ত কোভিড-১৯ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আইসিসি। এমনটাই জানা গেছে বুধবারের আইসিসি’র সভা থেকে।
আর আইসিসি’র এমন অবস্থানে আইপিএল’র ভবিষ্যতও মেঘাচ্ছন্ন বলেই মনে হচ্ছে। তবে বুধবার ভারতের সকল রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেখানে তিনি লিখেছেন, ‘এ বছরই আইপিএল আয়োজন করার আমরা সব রকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাই করা হবে। ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারসহ বাকিরা তাকিয়ে রয়েছে আইপিএল’র দিকে। বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে।’
করোনা পরিস্থিতির কারণে ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এরপর সে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঝুলে যায় আইপিএল’র ভাগ্য। আবার এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বাকাপের সময়ও ঘনিয়ে আসছে। সব মিলিয়ে এ যেন এক জগাখিচুড়ি পাকিয়ে যায়।
অন্যদিকে বিশ্বের অনেক ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটাররা এবারের আইপিএল শুরুর পক্ষে মতামত দেন। প্রয়োজনে দর্শকশূন্য মাঠেও খেলতে রাজী অনেক ক্রিকেটার।এবার বিসিসিআই প্রধানও সে দিকেই নজর দিচ্ছেন। সৌরভের চিঠিতেই তা স্পষ্ট। যদিও আইপিএল হওয়া, না হওয়া ঝুলে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের উপরে।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামি ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কি অস্ট্রেলিয়ায় আদৌ বিশ্বকাপ সম্ভব? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনও এ ব্যাপারে খোলাখুলি কিছু জানাতে পারেনি। অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে না।
আর আইসিসিও কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না বলেই ঝুলে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভাগ্য। এই টুর্নামেন্ট না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় ৪ হাজার কোটি টাকার লোকসান হবে। আর তাই তো যে কোনো মূল্যে আইপিএল মাঠে গড়ানোর চেষ্টা সৌরভ গাঙ্গুলির বোর্ডের।
আইপিএল দর্শকশূন্য মাঠে আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) সৌরভ গাঙ্গুলি