Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগার প্রত্যাবর্তনের ম্যাচে সেভিয়ার জয়


১২ জুন ২০২০ ১১:২৮

ফেসবুক লাইভে গ্যালারির চেয়ারগুলোকে দেখে মনে হচ্ছিল, গায়ে গা লাগিয়ে বসে আছেন দর্শকরা। ডাগ আউটে থাকা খেলোয়াড়, স্টাফদের মুখে মাস্ক পড়া। ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণে নিরবতা পালন করা হয়েছে। প্রায় তিন মাস পর এভাবেই স্প্যানিশ লা লিগার প্রত্যাবর্তন হলো।

নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে লা লিগার সবশেষ ম্যাচ মাঠে গড়িয়েছিল গত ১০ মার্চ। ৯৩ দিন পর বুধবার (১১ জুন) রাতে পুনরায় লিগ শুরুর দিনে রিয়াল বেটিসের বিপক্ষে ২-০ জিতেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা সেভিয়া। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নিচে থাকা সেভিয়ার পয়েন্ট দাঁড়াল ৫০, ২৮ ম্যাচে। ২৭ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

বিজ্ঞাপন

গ্যালারিতে কৃত্রিম দর্শক আর কড়া স্বাস্থ্যবিধি মেনে লা লিগা শুরুর ম্যাচে সেভিয়ার দাপটই বেশি ছিল। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা বেটিস খুব একটা সুবিধা করতে পারেনি। অবশ্য প্রথমার্ধে গোল পায়নি সেভিয়া। ম্যাচের দশম মিনিটে গোল পেতে পারত দলটি। কিন্তু দুরূহ কোণ থেকে লুকাস ওকাম্পোসের শট পোস্টে লেগে ফিরে আসে।

এই ওকাম্পোসই অবশ্য সেভিয়াকে ম্যাচ জিতিয়েছেন। ৫৬ মিনিটে ডি-বক্সের ভেতর সেভিয়ার ডি ইয়ংকে ফাউল করেন মার্ক বারত্রা। পেনাল্টির বাশি বাজান রেফারি, স্পট কিকে গোল করে সেভিয়াকে ১-০ তে এগিয়ে নেন ওকাম্পোস। এ নিয়ে চলতি লিগে ১১ গোল হয়ে গেল তরুণ তারকার।

দ্বিতীয় গোলটিতেও ওকাম্পোসের অবদান। প্রথম গোলের ছয় মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ব্যাকহিল করেন তিনি। বল খুঁজে নেন ফার্নান্দোকে। দারুণ এক হেডে ব্যবধান ২-০ করেন ফার্নান্দো। সম্ভবনা জাগলেও এরপর আর গোল হয়নি। যাতে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেভিয়া।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা করোনার মধ্যে প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী শনিবার, প্রতিপক্ষ রিয়াল মায়োর্কো। রোববার এইবারের বিপক্ষে খেলতে নামবে রিয়াল বেটিস।

নভেল করোনাভাইরাস লা লিগা সেভিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর