কিংসে বার্কোসের সঙ্গী হতে চলেছেন ইপিএলের আরেক ফুটবলার!
১৬ জুন ২০২০ ০১:৩০
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: এএফসি কাপকে সামনে রেখে বড় চমক নিয়ে আসছে বসুন্ধরা কিংস। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসেলের সাবেক ফুটবলার স্টিভেন টেলরকে দেখা যেতে পারে কিংসের জার্সিতে। দল পাকাপোক্ত করতে বিশ্বকাপ খেলুড়ে দেশের দিকেও নজর আছে কিংসের।
বিশ্বকাপ খেলুড়ে কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস আর তাজিকিস্তানের ডিফেন্ডার আখতাম নাজারভের চুক্তি শেষ হয়ে যাওয়ায় পর থেকে নতুন ফুটবলার খুঁজে চলেছে বসুন্ধরা কিংস। তারই অংশ হিসেবে নিউক্যাসেলের সাবেক এই ফুটবলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেড়েছে কিংস ক্লাব কর্তৃপক্ষ।
যদি চুক্তি চূড়ান্ত হয় তাহলে বাংলাদেশের কোন ক্লাবে খেলা ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ ফুটবলার হবে স্টিভেন টেলর।
ক্রিস্টোফার হার্ডের পর দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে ঢাকার মাটিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। তবে আপাতত অক্টোবরে এএফসি কাপের অমিমাংসিত ম্যাচগুলোর জন্যই টেলরকে দেখা হচ্ছে বলে জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
ইমরুল হাসান এক গণমাধ্যমকে জানান, সাউথ কিংবা মধ্য এশিয়ার জাতীয় দলের ফুটবলার কিংবা ইউরোপের ইউরোপের কোন জাতীয় দলের সাবেক ফুটবলারও আছে।
এদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে ও কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুশবেকভের বিকল্প খুঁজছে কিংস। নতুন খেলোয়াড় পেলে তাদের বিদায় বলে দিবে ক্লাব কর্তৃপক্ষ। সেই সন্ধান অব্যাহত রয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে এএফসি মিশনকে সামনে রেখে সেপ্টেম্বরেই ক্যাম্প শুরু করতে চান কিংসের সভাপতি, ‘সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে আমরা ক্যাম্প চালু করবো। যাদের এএফসিতে খেলাবো শুধু তাদের নিয়েই ক্যাম্প করবো।’
সেই ক্যাম্পে দেখা যেতে পারে নিউক্যাসেলের হয়ে ১৩ বছর মাঠ দাঁপানো ফুটবলার স্টিভেন টেলর। সবশেষ নিউজিল্যান্ডের টপ লিগের ওয়েলিংটন ফোনিংস দলে খেলছেন এই ফুটবলার।
এর আগেও দেশের মাটিতে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ফুটবলার খেলে গেছে। ঢাকা আবাহনীর হয়ে ২০০৬ সালে টটেনহ্যাম হটস্পারের সাবেক ফুটবল রোহান রিকেটস, সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে ২০১৮ সালে খেলেছেন বার্নামাউথের সাবেক ফুটবলার চার্লি শেরিংহাম, তৃতীয় ফুটবলার হিসেবে গেল লিগে শেখ রাসেলের হয়ে খেলেছেন অ্যাস্টন ভিলার সাবেক ফুটবলার ক্রিস্টোফার হার্ড। লিগ বাতিল না হলে আরো অনেক ম্যাচই তাকে দেখতে পেতো দেশের সমর্থকরা। এখন অপেক্ষা স্টিভেন টেলরের।
সারাবাংলা/জেএইচ