স্টোকস হবেন আরেক কোহলি: রুট
১৮ জুন ২০২০ ১৬:০৯
বিরাট কোহলি মাঠে আগ্রাসী সেই শুরু থেকেই। অধিনায়কত্ব পাওয়ার পর সেটা একটুও কমেনি, বরং বেড়েছে। অনেকে সমালোচনা করলেও কেউ কেউ আবার এই আগ্রসনের ভক্ত। বিষয়টি কোহলিকে সাফল্য এনে দিতে সহায়তা করে মনে করেন অনেকে। ইংল্যান্ডের টেস্ট অধিনয়ায়ক জো রুট বলছেন, ‘বেন স্টোকস তেমন অধিনায়ক হতে যাচ্ছেন।’
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান বলে সিরিজের প্রথম দুই টেস্টে অনিশ্চিত ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। রুটের বদলে সহ-অধিনায়ক বেন স্টোকসকে অধিনায়ক ভাবা হচ্ছে। এদিকে অনেকেই এই চিন্তার সমালোচনা করছেন। বেন স্টোকসের অতীতে যে মোটেও সুখকর নয়। তবে রুট অবশ্য স্টোকসের পক্ষেই কথা বললেন।
সম্প্রতি সনি টেন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেন, ‘আপনারা দেখেছেন বিরাট (কোহলি) মাঠে নেমে কীভাবে পারফর্ম করে এবং তার চাওয়া থাকে সবাই তাকে অনুসরণ করবে। আমার ধারণা বেন (স্টোকস) একইভাবে দলকে নেতৃত্ব দেবে।’
অতীত যেমনই হোক স্টোকস এখন নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত বলছেন রুট, ‘সহ-অধিনায়ক হিসেবে এমনিতেও সে দলের বড় এক নেতা। দলের ভেতরে তার প্রতি শ্রদ্ধাবোধ প্রবল। খেলাটায় এর মধ্যেই সে এত কিছু করেছ, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, নেতৃত্ব দেওয়ার জন্য সে যথেষ্টরও বেশি যোগ্য।’
ড্রেসিংরুমে ঘুষি মেরে কাঁচ ভেঙে, পানশালার বাইরে মারামারি করে অতীতে অনেকবার সমালোচিত হয়েছেন স্টোকস। বড় ধরনের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল ইংলিশ অলরাউন্ডারকে। অবশ্য বিশ্বকাপ ও অ্যাশেজে অসাধারণ ক্রিকেট খেলে সেই কলঙ্ক অনেকটাই মুছেছেন তিনি।