Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে এখনই ক্রিকেটের পক্ষে নয় দ্রাবিড়


২১ জুন ২০২০ ১৪:৪১

ভারতে এখনই ক্রিকেট ফেরানো ঠিক হবে না বলেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। করোনাভাইরাসের কারণে ভারতের সবচেয়ে বড় ক্রিকেট আসর আইপিএল স্থগিত হয়ে আছে। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ওই সময়টাতেই আইপিএল আয়োজন করতে চায় ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআই। দ্রাবিড় বলছেন আইপিএল তো নয়ই, ভারতে এই মুহূর্তে অন্য কোনো ক্রিকেট শুরু করাটাও ঠিক হবে না।

ভারতের ‘দ্য উইক’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় না, ক্রিকেট শুরুর অবস্থায় আছি আমরা। এখন বরং ধৈর্য্য ধরে অপেক্ষা করাই ভালো। আমাদের মাসপ্রতি ভাবতে হবে। প্রত্যেকটা পথ নিয়ে ভাবতে হবে। ঘরোয়া মৌসুম সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়, এটা অক্টোবরে শুরু হলে সংক্ষিপ্ত করার কথা ভাবতে হবে।’

সাবেক অধিনায়ক বলেন, ‘এখন সবকিছুই অনিশ্চিত। সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার ওপর নির্ভর করছে কবে এবং কী পরিমাণ ক্রিকেট খেলা যাবে। আমাদের জন্য এনসিএতে ব্যস্ত সময় হলো এপ্রিল থেকে জুন। তখন আমাদের জোনাল ক্যাম্প, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্যাম্প চলে। কিন্তু এখন বারবার পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। আশা করছি অনেক বেশি ক্রিকেট হারিয়ে ফেলব না আমরা।’

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে অবশ্য অল্প দিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হচ্ছে। অস্ট্রেলিয়াতে এরই মধ্যে ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে ভারতের করোনা পরিস্থিতির রাতদিন পার্থক্য। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের করোনা পরিস্থিতিই বেশ বাজে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে করোনা পরিস্থিতি দিন দিন উন্নত হলেও দক্ষিণ এশিয়ার পুরো উল্টো চিত্র।

ভারতে ক্রিকেট ফেরার বিপক্ষে রাহুল দ্রাবিড়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর