Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত


২৩ জুন ২০২০ ১৪:১২

করোনার করাল থাবায় এই দিয়ে বাংলাদেশের চারটি সিরিজ স্থগিত হলো। পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের পর এবার স্থগিত করা হলো বাংলাদেশ-নিউজল্যান্ড সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু দেশের করোনার ক্রম উর্ধ্বগতি সিরিজটির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াল।

তবে বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পরে কোনো এক সময়ে সিরিজটি আয়োজনের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবারটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগস্টে একটি পরিপূর্ণ সিরিজ আয়োজন আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা প্লেয়ার, সাপোর্ট স্টাফ ও স্টেকহোল্ডারদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে চাই না।’

‘করোনায় উদ্ভুত পরিস্থিতিতে তাই বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিত করাকেই সঠিক মনে করেছে। আমরা বুঝতে পারছি বিষয়টি দুই দলের প্লেয়ার ও অফিসিয়ালদের জন্য হতাশার। তবে বিসিবির অবস্থান বুঝতে পারায় আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।’ যোগ করেন সুজন।

করোনাভাইরাস বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর