ইংলিশ ক্রিকেটারদের জার্সিতে থাকবে করোনাযোদ্ধাদের নাম
২৩ জুন ২০২০ ১৫:২৯
মহামারি করোনাভাইরাসকে পাশ কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করে যাচ্ছে মানুষ। তবে ভাইরাসটির বিস্তার ঠেকাতে একটা সময় জোর করেই সবাইকে ঘরে থাকতে বাধ্য করছিল প্রশাসন। আতঙ্ককে সঙ্গী করে চিকিৎসক, নার্সসহ কিছু পেশার মানুষ সেই সময়টাতেও কাজ করে গেছেন, এখনও করছেন। অভিনব পন্থায় এই মানুষদের সম্মান জানাবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের জার্সিতে করোনাযোদ্ধাদের নামে লিখে মাঠে নামবেন জো রুট, বেন স্টোকসরা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুরো সিরিজে অনুশীলনের সময় চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ যারা মহামারির সময়ে কাজ করে গেছেন তাদের নাম লেখা শার্ট পরবেন ক্রিকেটাররা। জো রুটরা যাদের নাম জার্সিতে লিখাবেন তাদের নির্বাচন করবে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো।
ইতোমধ্যেই এমন বেশ কয়েকজন করোনাযোদ্ধার নাম নির্বাচন করা হয়েছে। রুটদের জার্সিতে থাকবে এমিলি ব্লেকমোর নামের এক নার্সের নাম। অবসরে আস্টউড ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলা এমিলি বাচ্চাদের ক্রিকেটও শেখান।
ক্রিকেটাররা তার নামের জার্সি পরে অনুশীলনে নামবে শুনে আপ্লুত এমিলি। বলেছেন, ‘ইংল্যান্ডের পুরুষ দলের কোনো একজনের আমার নাম লেখা জার্সি পরাটা দারুণ সম্মানের। কত মানুষের দুঃসময় যাচ্ছে, সামনে আরও কত কঠিন কাজ পড়ে আছে। তবে একটু ক্রিকেট দেখতে পারার রোমাঞ্চ কম নয়। আশা করছি জো রুট ও তার দলে আমাদের খুশি হওয়ার মতো কিছু উপহার দিতে পারবে। ক্রিকেট না থাকলে গ্রীষ্মকাল আবার কেমন গ্রীষ্মকাল।’
জানা গেছে, জার্সিতে লেখা হবে ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালের অ্যানেসথেটিকস ও ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ কুমারের নামও।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলছেন, গর্বের সঙ্গেই করোনাযোদ্ধাদের নাম জার্সিতে ধারণ করবে তার দল। সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রুট, ‘এই সময়টার জন্য কত লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ না থাকলে অবশ্য এখানে আসতেই পারতাম না। সফরে আসায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যেহেতু আমরা আমাদের প্রিয় খেলাটা খেলতে নেমেছি তাই আমরা চাই সাহসী সেই সব কর্মীদের সম্মান জানাতে। আমরা তাদের নাম গর্বের সঙ্গে ধারন করব।’
উল্লেখ্য, তিন টেস্টের সিরিজ খেলতে ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এজবাস্টনে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে জুলাইয়ের ৮ তারিখে।