মাশরাফির ‘করোনা নেগেটিভ’ সংবাদ ভুয়া
২৮ জুন ২০২০ ১৬:৪৬
শারীরিকভাবে ভালো আছেন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। তবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তার করোনা ভাইরাসে নেগেটিভ হওয়ার খবরটি সত্য নয়। রোববার (২৮ জুন) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন মাশরাফি নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে মাশরাফির দ্বিতীয় দফায় করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। বিষয়টি নজরে আসতেই নিজের অবস্থান পরিস্কার করতে এগিয়ে এলেন সাবেক অধিনায়ক।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা ফেসবুকে লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।’
এদিকে, গতকাল শনিবারও (২৭ জুন) মাশরাফির ঘনিষ্ঠ এক সূত্র সারাবাংলাকে জানিয়েছিল, ভালো আছেন মাশরাফি। সূত্রটি জানায়, ‘মাশরাফি এখন ভালো আছে। কোনো সমস্যা নেই। তবে খাওয়ায় রুচি নেই কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে। জ্বর কাশি বা অন্যান্য উপসর্গ নেই।’
উল্লেখ্য, শরীরে তিন দিনের হালকা জ্বর নিয়ে গত ১৯ জুন করোনা পরীক্ষা করান মাশরাফি। ২০ জুন পাওয়া ফলাফলে তার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তারপর থেকে ঢাকার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চলছে তার প্রয়োজনীয় চিকিৎসা।