শেখ রাসেলকে হারালো আবাহনী, ফরাশগঞ্জে হোচট বিজেএমসির
৯ ডিসেম্বর ২০১৭ ২২:০৯
সারাবাংলা প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৬ তম সপ্তাহের আজকে (শনিবার) শেখ রাসেলকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে দ্রাগো মামিচহীন ঢাকা আবাহনী। দিনের অন্যখেলায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফরাশগঞ্জের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে টিম বিজেএমসি।
গুলিস্তাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে।
দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়েছে ঢাকা আবাহনী। ৩ মিনিটের মাথায় ফয়সালের বাড়ানো পাস থেকে জালে বল জড়ান আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ডার্লিংটন। এ গোলে মৌসুমে ৬টি গোল করেছেন তিনি।
অন্যদিকে টিম বিজেএমসিকে হার উপহার দিয়ে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দল ফরাশগঞ্জ। প্রথমার্ধ্ব গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়র্ধ্বের ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ফরাশগঞ্জের গাম্বিয়ান স্ট্রাইকার আল আমিন।
১৬ ম্যাচে ১১ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ঢাকা আবাহনী। ১ ম্যাচ কম খেলে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।
সারাবাংলা/জেএইচ/৯ডিসেম্বর