আইসোলেশনের আগে ফুটবলারদের নিয়ে ফিটনেস ক্যাম্প!
১১ জুলাই ২০২০ ২৩:৫২
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগস্ট মাসেই ফুটবলারদের নিয়ে একটা আইসোলেশন ক্যাম্প করতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, তার আগে জামাল ভূঁইয়াদের নিয়ে একটা ফিটনেস ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ট্রেনার নিয়োগ দিয়েই ঈদের আগে একটা ফিটনেস ক্যাম্প করবার পরিকল্পনার কথা জানিয়েছেন এই বাফুফে বস।
আজ শনিবার (১১ জুলাই) জাতীয় ফুটবল দলের সদস্যসহ প্রিমিয়ার লিগের ফুটবলারদের নিয়ে মত-বিনিময় সভায় তিনি এই প্রসঙ্গ তুলেন।
ট্রেনার নিয়োগ দিয়ে ফুটবলারদের ফিটনেসের ঝালাই করবার বিষয়টি উল্লেখ করে কাজী সালাউদ্দিন বলেন, ‘৮ অক্টোবর আমাদের ম্যাচ শুরু হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। কি করতে হবে তোমরা সেটা ভালো করেই বুঝতে পেরেছো। তোমাদের ফিটনেস লেভেল বাড়ানোর জন্য দরকার হলে এ মাসেই একজন ট্রেনার এনে কাজ শুরু করে দেবো। আমি এ নিয়ে কথা বলবো ন্যাশনাল টিমস কমিটির সাথে।’
আগামী বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটি সভায় বসে ট্রেনার নিয়োগ ও কবে নাগাদ ক্যাম্প শুরু করা যায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়।
তবে আগস্টের প্রথম সপ্তাহেই যে ফুটবলারদের নিয়ে আইসোলেশন ক্যাম্প হচ্ছে সেটা নিশ্চিত। এ বিষয়ে বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘কুরবানি ঈদের পরপরই দুই বা তিন তারিখে আমরা একটা আইসোলেশন ক্যাম্প করবো ফুটবলারদের নিয়ে।’
রাজধানীর কাছাকাছি একটা রিসোর্ট ভাড়া করে ফুটবলারদের নিয়ে এই আইসোলেশন ক্যাম্প করা হবে বলে জানান তাবিথ, ‘ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের উপর দুইটা রিজোর্টের বিবেচনায় রেখে ফুটবলারদের আইসোলেশন ক্যাম্প করার পরিকল্পনা করছি। আমরা চাচ্ছি এরকম একটা রিজোর্ট পুরোটা ভাড়া নিয়ে ফুটবলাররা যাতে থাকতে পারে। কোচিং স্টাফ, মেডিকেল টিম যাতে থাকতে পারে সে বিষয়টা নিশ্চিত করা।’
অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ন্যাশনাল টিমস কমিটি। তবে তা নির্ভর করছে দল ও বিমান যোগাযোগ স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে, ‘দুটো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আছে। জানি না কোন দেশের সঙ্গে খেলতে পারবো। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে এটা সম্ভব হবে।’
আইসোলেশন ক্যাম্প করোনাভাইরাস জাতীয় দল ফিটনেস ক্যাম্প বাফুফে বিশ্বকাপ বাছাইপর্ব