বর্নমাউথের বিপক্ষে সহজ জয় ম্যান সিটির
১৬ জুলাই ২০২০ ০১:০০
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রেলিগেশন জোনে থাকা বর্নমাউথকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। লিভারপুলের লিগ শিরোপা জয় এবং নিজেদের প্রিমিয়ার লিগের ২য় স্থান নির্ধারিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচগুলো সিটিজেনদের কাছে অনেকটা নিয়মরক্ষারই। তবে জয়ের ধারা ধরে রাখতে নিজেদের সর্বোচ্চটুকুই ঢেলে দিচ্ছে সিটিজেনরা। বর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয় প্রমাণ রাখে তারই।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্নমাউথের অবস্থান ১৮’তে আর ম্যানচেস্টার সিটির অবস্থান দুইয়ে। কেবল পার্থক্যটা পয়েন্ট টেবিলেই নয় সেই সঙ্গে খাতা কলমে আর মাঠের খেলাতেও। দুর্বল বর্নমাউথের বিপক্ষে তাই জয়ের বিকল্প কিছুই ভাবছিলেন না পেপ গার্দিওলা।
নিজেদের সেরা একাদশ থেকে কেবল এদিন শুরু থেকেই ছিলেন না কেভিন ডি ব্রুইন। এছাড়া রক্ষণে কাইল ওয়াকার, জন স্টোন্স, নিকোলাস ওটামেন্ডি আর বেঞ্জামিন মেন্ডি। মধ্যমাঠে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড সিলভা, ফার্নান্দিহো আর ইয়াকে গুন্দোগান। আক্রমণভাগে দারুণ ছন্দে থাকা বার্নার্দো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস এবং ফিল ফোডেন।
অর্থাৎ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে সিটিজেনরা। আর দুর্দান্ত এই দল তাদের পারফরম্যান্স দেখায় ময়দানেই। ম্যাচের মাতে ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ডেভিড সিলভা। বর্নমাউথের ডি বক্সের সামনে ফ্রিকিক পায় সিটি আর সেখান থেকে দুর্দান্ত এক গোল করে দলকে ম্যাচে এগিয়ে নেন সিলভা। চলতি মৌসুমে এটি এই স্প্যানিশ মিডফিল্ডারের ৬ষ্ঠ গোল। এছাড়া নামের পাশে আরও আছে ৯টি অ্যাসিস্টও।
ম্যাচে এগিয়ে যাওয়ার পরে খেলা আরও গুছিয়ে আনে সিটি। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বলের পজিশন ধরে রেখে। পুরো ম্যাচ জুড়ে প্রায় ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল সিটিজেনরা। তবে ২৭ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও সিটির রক্ষণে কাপন ধরিয়েছে বর্নমাউথ। গোটা ম্যাচে সিটির গোল বরাবর মোট ১৪টি শট নিয়েছে বর্নমাউথ আর সুযোগ তৈরি করেছে ১০টি।
তবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি সিটি। প্রথমার্ধের ৩৯ মিনিটে ডেভিড সিলভার অ্যাসিস্ট থেকে সিটিজেনদের ২য় গোলটি আসে গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে। এবারের মৌসুমে এটি জেসুসের ১৩তম গোল। আর ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। তবে বিরতি থেকে ফিরেও খুব বেশি সুবিধা করতে পারেনি বর্নমাউথ।
অবশ্য ম্যান সিটিও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিরতির পর রহিম স্টার্লিং, এরিক গার্সিয়ারা মাঠে নামলেও আর কোনো গোলের দেখা পায়নি সিটিজেনরা। উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে বসে সিটি। বর্নমাউথের হয়ে ডেভিড ব্রুকসের গোলে অবশ্য কেবল হারের ব্যবধানই কমাতে পারে বর্নমাউথ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান সিটি ম্যানচেস্টার সিটি বনাম বার্নলি