হতাশা গোপন করলেন না মেসি
১৭ জুলাই ২০২০ ১২:৫৮
এভাবে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া হওয়াটা মানতে পারছেন না বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। মানতে না পারারই কথা। গত এক যুগের মতো এবারও অনেকটা একাই টানছিলেন দলকে। মেসির দুর্দান্ত ফর্মের ওভার ভর করেই লিগে বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল কাতালান ক্লাবটি। কিন্তু কদিনের মধ্যে তাদের টপকে গিয়ে শিরোপা জিতে নিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হওয়ার সময় রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সা। কাতালান ক্লাবটি যেভাবে এগুচ্ছিল তাতে ক’জনই বা মনে করেছিলেন তাদের টপকে যাবে রিয়াল। কিন্তু করোনাকালে ফুটবল শুরু হতেই সব উলট-পালট। একদিকে একের পর এক ম্যাচে পয়েন্ট হারাতে থাকল বার্সা অন্য দিকে জয়ের ধারাবাহিকতা ধরে এগিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে শুধু শিরোপাই খোয়ায়নি, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে লিগ পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে মেসিদের দল। বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষেও হেরেছে বার্সেলোনা।
দলের এমন পারফরম্যান্সে সমর্থকদের মতো মেসি নিজেও হতাশ। ক্ষুব্ধ মেসি হতাশা গোপন করেননি, ‘মৌসুমটা এভাবে শেষ হোক আমরা চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিল এ মৌসুম কেমন গেছে। আমরা বারবার ভুল করেছি, খুবই দুর্বল ছিলাম, কোনো একাগ্রতা ছিল না। অনেক পয়েন্ট হারিয়েছি। আজকের (গতকাল) ম্যাচটা পুরো মৌসুমের সারাংশ।’
বার্সেলোনার নীতি নির্ধারকদের সঙ্গে অনেকদিন ধরেই বনিবনা হচ্ছে না মেসির। ক্লাবের বর্তমান স্কোয়াড নিয়ে সরাসরিই অসন্তুষ্টি জানিয়েছিলেন। নেইমারসহ কয়েকজন খেলোয়াড়কে কেনার কথা বললেও তার ইচ্ছা পূরণ করতে পারেনি ক্লাব। এমন ভরাডুবিতে যে সেসবও দায়ি ইঙ্গিতে সেটাও বুঝাতে চেয়েছেন মেসি, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। খেলোয়াড়দের তো বটেই, বাকিদেরও। আমরা বার্সেলোনা এবং আমাদের সব জিততে হয়। মাদ্রিদ তাদের কাজ করেছে। বিরতির পর একটা ম্যাচও হারেনি। আমরা ওদের অনেক সাহায্য করেছি। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি যা হারানো উচিত ছিল না।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগই এবারের মৌসুমে বার্সেলোনার শেষ ভরসা। মেসি মনে করছেন, এভাবে খেলতে থাকলে সেখানেও সাফল্য পাওয়া সম্ভব হবে না বার্সার, ‘যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, আমাদের অনেক বদলাতে হবে। এভাবে খেললে নাপোলির কাছে হারব। সামনে একটা বিরতি আছে, আশা করি এটা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করবে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুব বাজে সময় গেল আমাদের। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচ আছে, সেগুলোতে সঠিক ফল পেলে আমরা পুরো মৌসুমের গল্পটাই পাল্টে ফেলতে পারি। ক্লাব সংশ্লিষ্টরা এ মৌসুমে যা হয়েছে তাতে ক্ষুব্ধ, এটাই স্বাভাবিক। খেলোয়াড়েরাও এমন। মানুষ সমালোচনা করবেই। রোমা বা লিভারপুলের বিপক্ষে হার সমর্থকদের হতাশ করেছে। মানুষের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের কিছু উপহার দিতে পারছি না।’