Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্যাম্প ন্যু’র নাম হোক লিও মেসি স্টেডিয়াম’


১৯ জুলাই ২০২০ ১৫:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে এক সময় দু’জন প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন। এখন অবশ্য বয়সের কাছে হার মেনে বার্সা ছেড়ে দানি আলভেজ পাড়ি জমিয়েছেন ব্রাজিলের এক ক্লাবে। কিন্তু নিজের আলো এখনো বার্সেলোনাতেই ছড়িয়ে যাচ্ছেন মেসি। বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়েই জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সবকিছুই। এতকিছুর পরেও দানি আলভেজ অবশ্য মনে করছেন বার্সেলোনার থেকে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না মেসি।

সাবেক এই বার্সা কিংবদন্তি চটেছেন বার্সার এবারের লা লিগা শিরোপা হারানোর কারণেই। গেল ম্যাচে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বার্সা। ওই ম্যাচেও ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন মেসি। অন্যদিকে সতীর্থদের সহায়তার অভাবেই হেরে বসেছে ম্যাচটিই। অন্যদিকে নিজেদের ম্যাচে জিতেছে লা লিগা শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

আর লিগ শিরোপা বার্সা হাত ছাড়া করার পরেই কাতলুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দানি আলভেজ বলেছেন এসব। তিনি বলেন, ‘মেসি জন্মগতভাবেই একজন চ্যাম্পিয়ন। সে হারতে পছন্দ করে না। আর তাই তো সে একারণেই রেগে আছে। মেসি আমার মতোই সবসময় জিততে চায়। সে দলকে জেতানোর জন্য নিজের সবটুকুই ঢেলে দিচ্ছে। আমার মনে হচ্ছে, দলকে জেতানোর জন্য ঠিকঠাক সহযোগিতা পাচ্ছে না মেসি। আমাদের সময় মেসিকে যথাযোগ্যভাবে সাহায্য করেছি। জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেরা তাকে মাঠে সেভাবে সাপোর্ট দিয়েছিল। কিন্তু এখন তেমনটি দেখছি না। আমি বলতে চাই– একটা শীর্ষস্থানীয় ক্লাব হতে গেলে মেসি একা কিছু করতে পারবে না। কারণ দিনশেষে মেসিও একজন মানুষ।”

আলভেজ আরও বলেন, ‘বার্সেলোনার হয়ে মেসিকে এখন একাই সবকিছু করতে হয়। কিন্তু ভুলে গেলে চলবে না সেও একজন মানুষ। তবে এতকিছুর পরেও আমার মনে হয় না মেসি বার্সেলোনা ছাড়বে। আমি জানি সে ক্লাবের সবচেয়ে বড় তারকা এবং সে বার্সাতেই অবসর নিতে চায়।’

মেসির অবসরের পর বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও ক্যাম্প ন্যু’র নামও পরিবর্তন করে দেওয়া উচিৎ বলে মনে করেন দানি আলভেজ। আর তিনি প্রস্তাব করেছেন মেসির নামেই হোক ক্যাম্প ন্যু’র নতুন নাম। ‘মেসির অবসর নেওয়া উচিৎ বার্সেলোনাতেই। এটা অনেক বড় ভুল হবে যদি মেসি অন্য কোনো ক্লাবে গিয়ে অবসর নেয়। বার্সেলোনায় অবসর গ্রহণের পর ক্যাম্প ন্যু’র নাম পরিবর্তন করে লিও মেসি রাখা উচিৎ।’

দানি আলভেজ আবারও সেই পুরনো ঘটনা তুলে আনেন নেইমারকে নিয়ে। জানান গত গ্রীষ্মে বার্সেলোনা বেশ কয়েকবার নেইমারকে বার্সায় ভেড়াতে চেষ্টা করেছিল। এবং তিনি এও স্বীকার করে নেন যে তিনিও নেইমারকে বার্সায় ফেরাতে চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, ‘আমি নেইমারকে বার্সায় ফেরানোর জন্য চেষ্টা করেছিলাম। রিয়াল মাদ্রিদের থেকেও সে বড় একটি প্রস্তাব পেয়েছিল কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি যদি সুখী থাকতে চাও তাহলে বার্সেলোনায় যাও। আমি যদি নেইমার হতাম তাহলে আমি বার্সেলোনায় ফিরে যেতাম। আমার মনে হয় নেইমারের বার্সেলোনা ছাড়াটা ভুল সিদ্ধান্ত ছিল।’

দানি আলভেজ বার্সেলোনা বার্সেলোনার সাহায্য লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর