Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির রেকর্ড, বার্সার ঘুম ভাঙল দেরিতে


২০ জুলাই ২০২০ ০০:২৯

শেষ ভালো যার সব ভালো তার- বাংলা এই প্রবাদটি জানার কথা নয় বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের। জানলে হয়তো খুশিই হতেন! শিরোপা জিততে না পারলেও স্প্যানিশ লা লিগার শেষটা যে দুর্দান্তই হলো বার্সেলোনার। আগেই লিগ শিরোপা খুইয়ে বসা বার্সেলোনা আজ লিগে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। আনসু ফাতিকে দিয়ে করিয়েছেন আরও একটি। যাতে দুর্দান্ত এক রেকর্ডে নাম উঠে গেছে বার্সেলোনা অধিনায়কের। কাতালান ক্লাবটির অপর তিন গোল আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও নেলসন সেমেদোর।

বিজ্ঞাপন

দুদিন আগে বার্সেলোনার মাঠের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মেসি। রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা খুইয়ে বলেছিলেন, এভাবে খেলতে থাকলে কিছুই জেতা সম্ভব নয়। অধিনায়কের কড়া কথায় বাকিদের ঘুম ভাঙল কিনা কে জানে! রোববার (১৯ জুলাই) ছয় পরিবর্তন নিয়ে মাঠে নেমে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে চেয়েছেন মেসি-সুয়ারেজরা। প্রথম ১৬ মিনিটে চারটি গোলের সুযোগ তৈরি করে বার্সেলোনা। গোল অবশ্য একটিও হয়নি। তিনটিই প্রতিহত হয়েছে বারে লেগে।

বার্সেলোনা প্রথম গোল পেয়েছে ম্যাচের ২৪ মিনিটে। ডান দিক থেকে মেসির কাছ থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে কাতালান ক্লাবটিকে প্রথম গোল এনে দেন ১৭ বছর বয়সী ফাতি। এ নিয়ে চলতি মৌসুমে লিগে ২১ এসিস্ট হলো মেসির। যা রেকর্ড, অতীতে লা লিগার এক মৌসুমে এতো অসিস্ট করতে পারেননি আর কোন ফুটবলার। আগের রেকর্ডটি ছিল জাভি হার্নেন্দাজের। ২০০৮-০৯ মৌসুমে ২০ অ্যাসিস্ট করেছিলেন স্প্যানিশ কিংবদন্তি।

৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন রেকর্ড গড়া মেসি। ডি-বক্সে বল পেয়ে জায়গা বানিয়ে দারুণ এক শটে বার্সেলোনাকে ২-০ তে এগিয়ে নিয়েছেন আর্জেন্টিনা তারকা। প্রথমার্ধের শেষ মিনিটে জর্দি আলবার মাপা ক্রসে মাথা ছুঁয়ে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। বিরতির পরও গোলক্ষুধা কমেনি বার্সেলোনার। ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলা নেলসন সেমেদো ৫৭ মিনিটে কোনাকুনি শটে বার্সাকে চতুর্থ গোল এনে দেন।

বিজ্ঞাপন

৭৬ মিনিটে আরেকটি গোছালো আক্রমণের ফসল হিসেবে নিজের দ্বিতীয় গোল পান মেসি। জর্ডি আলবার বাড়ানো বল ধরে দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন বার্সা অধিনায়ক। চলতি মৌসুমে এ নিয়ে ২৫ গোল করলেন মেসি। যাতে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি অনেকটাই নিশ্চিত হয়ে গেল মেসির। কারণ চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা মেসির চেয়ে এখন ৪ গোলে পিছিয়ে।

এ নিয়ে লিগের শেষ ম্যাচ অর্থাৎ ৩৮তম ম্যাচে এসে ২৫ নম্বর জয়ের দেখা পেল বার্সেলোনা। মেসিরা ড্র করেছে ৭ ম্যাচে, হেরেছে ৬টিতে। সব মিলিয়ে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কাতালান ক্লাবটি।

বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর