শিরোপা প্রদানের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নেই এফএ কাপের ফাইনালে
৩০ জুলাই ২০২০ ১৪:১৮
রোববার (১ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মাঠে গড়াবে এবারের এফএ কাপের ফাইনাল। এবারের ফাইনালে মুখোমুখি লন্ডনের দুই ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল এবং চেলসি। তবে মাঠে নামার আগেই দুই দলের জন্য অপেক্ষা করছে বড় এক ধাক্কা। প্রতি বারের ন্যয় এবারে আর শিরোপা প্রদানের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না।
প্রত্যেকবার এফএ কাপের ফাইনালে জয়ী দলকে স্টেডিয়ামের রাজকীয় বক্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিরোপা প্রদান করা হয়। তবে এবার করোনাভাইরাসের আতঙ্কের কারণে বাতিল করা হয়েছে আয়োজন। আর রয়্যাল বক্সের পরিবর্তে এবার জয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে মাঠেই। এই ব্যাপারটি নিশ্চিত করেছে ইংলিশ এফএ।
এছাড়াও এবারের এফএ কাপের ফাইনালটি উৎসর্গ করা হচ্ছে মানসিক অসুস্থদের উদ্দেশ্যে। ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্স উইলিয়াম আগেই ঘোষণা দিয়েছিলেন এই ব্যাপারটি। তিনি বলেন, ‘আমাদের সকলেরই মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন। এবং একে অন্যকে সাহায্য করা উচিৎ। আর এই সাহায্যের শুরুটাই হয় কথা বলার মাধ্যমে।’
আর্সেনাল বনাম চেলসি এফএ কাপ ফাইনাল ওয়েম্বলি স্টেডিয়াম প্রিন্স উইলিয়াম শিরোপা প্রদান অনুষ্ঠান