এফএ কাপের শিরোপা আর্সেনালের
২ আগস্ট ২০২০ ০৯:৫৩
করোনাভাইরাসকালের ফুটবল শুরু হওয়ার পর থেকেই দারুণ ফর্মে চেলসি। অন্যদিকে আর্সেনাল এফএ কাপের সবচেয়ে সফল দল। ফলে আন্দাজ করা হচ্ছিল দুদলের মধ্যে এফএ কাপের এবারের ফাইনালটা বেশ জমবে। হলোও তাই, জমজমাট ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারিয়ে শিরোপার হাসি হেসেছে আর্সেনাল।
এবার নিয়ে ১৪ বার এফএ কাপ জিতল আর্সেনাল। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৭১ সালে শুরু হওয়া ইংলিশ ফুটবলের আলোচিত প্রতিযোগিতাটির শিরোপা চেলসি ও টটেনহাম জিতেছে ৮ বার করে।
লন্ডনে দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে কাল আর্সেনালের হয়ে দুটি গোলই করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির একমাত্র গোলটি করেছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আক্রমণ পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠেছিল ম্যাচ। তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু অবামেয়াংয়ের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর দু’মিনিট পরই এগিয়ে যায় চেলসি।
অলিভার জিরুদের বাড়ানো বল ধরে ডান পায়ের জোড়ালে শটে গোল করে ২০১৭-১৮ সালে সর্বশেষ এফএ কাপ জেতা চেলসিকে এগিয়ে নেন পুলিসিচ। ম্যাচের দশম মিনিটে পুলিসিচ আরেকটা গোল পেতে পারতেন। জর্জিনিহোর তৈরি করে দেওয়া বলে জোড়ালো শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
২৮ মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে একটুও ভুল করেননি অবামেয়াং। ৬৭ মিনিটে সেই অবামেয়াংয়ের গোলেই এগিয়ে যায় আর্সেনাল। দারুণ এক প্রতি-আক্রমণের ফসল হিসেবে ডি-বক্সের সামনে নিকোলাস পেপের ক্রস খুঁজে নেয় অবামেয়াংকে। বল ধরে ঠাণ্ডা মাথায় এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন আর্সেনাল তারকা, ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল।
এর গোলের ছয় মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির মিডফিল্ডার মাতেও কোভাচিচ। দশজনের দল নিয়ে আর কুলিয়ে উঠতে পারেনি চেলসি। প্রতিপক্ষ দশ জনে পরিনত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেনি অবশ্য আর্সেনালও। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে আরেকটি এফএ কাপের শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।