আদৌ ম্যানচেস্টার ইউনাটেডে পাড়ি জমাবেন সানচো?
৬ আগস্ট ২০২০ ১৪:৫৯
ম্যানচেস্টার ইউনাইটেডের রাডারে থাকা জডান সানচোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বেশ কিছু দল। আর তাই তো তাকে নিয়ে রীতিমত যুদ্ধ বাঁধার উপক্রম। এ কারণেই সানচোর জন্য আকাশচুম্বী দাম চাইছে বুরুশিয়া ডর্টমুন্ড। সানচোকে দলে ভেড়াতে হলে যেকোনো দলকেই গুণতে হবে কমপক্ষে ১২০ মিলিয়ন ইউরো।
সদ্য সমাপ্ত হওয়া ২০১৯/২০২০ মৌসুমের মাঝামাঝি সময় থেকেই গুঞ্জন চাউড় হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন এই ইংলিশ তারকা। আর ম্যানচেস্টার ইউনাটেডের আক্রমণভাগেও একজন রাইট উইঙ্গার প্রয়োজন। এখানেই খাপে খাপ মিলে গেছে জডান সানচোর সঙ্গে। তাই তো এবার আটঘাট বেঁধে সানচোকে দলে ভেড়াতে মরিয়া রেড ডেভিলরা। তার জন্য বুরুশিয়া ডর্টমুন্ডের চাওয়া ১২০ মিলিয়ন দিতেও নাকি রাজী হয়েছে ইউনাইটেড। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো এখনও তা নিয়ে বেশ সন্দিহান। তাই তো এখনও এই চুক্তির সুরাহা মিলছে না।
অন্যদিকে বুরুশি ডর্টমুন্ডের ম্যানেজিং ডিরেক্টর হ্যান্স জোয়াকিম ওয়াটজ জানিয়েছেন, এখনও নাকি তারা ম্যানচেস্টার ইউনাটেডের কাছ থেকে সানচোর জন্য কোনো প্রকার প্রস্তাবই পায়নি। আর কেউ যদি আদৌও সানচোকে দলে ভেড়াতে চায় তবে ১২০ মিলিয়ন ইউরো প্রদান করেই তাকে দলে নিয়ে যেতে হবে।
ওয়াটজ বলেন, ‘এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড সানচোর জন্য আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করেনি। আমাদের কোনো প্রস্তাবও দেয়নি।’
বুরুশিয়ার এই ডিরেক্টর বিশ্বাস করেন আগামী মৌসুমেও সানচোকে হলুদ জার্সিতে জার্মান লিগেই খেলতে দেখা যাবে। এর আগে সানচোকে দলে ভেড়াতে হলে ইউরোপের সব দলকে ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ডর্টমুন্ড যার বাকি রয়েছে আর মাত্র তিনদিন। আর এই তিনদিনের ভেতরেই নাকি দলগুলোকে সানচোর জন্য প্রস্তাব নিয়ে আসতে হবে।
ওয়াটজ আরও বলেন, ‘আমি মনে করি সানচো আগামী সোমবার থেকে আসন্ন মৌসুমের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন। সানচোকে দলে ভেড়াতে হলে অবশ্যই তার জন্য সঠিক মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় সানচোর জন্য আমরা কোনো প্রস্তাব গ্রহণ করব না।’
জডান সানচোর উত্থান ম্যানচেস্টার সিটির যুব একাডেমি থেকে। এর আগে অবশ্য ওয়াটফোর্ডের যুব একাডেমিতেও ছিলেন তিনি। তবে নজরে আসেন সিটিজেনদের দলে থেকেই। এরপর ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে সানচো নাম লেখান বুরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে ২০১৭/১৮, ২০১৮/১৯ এবং ২০১৯/২০ মৌসুম শেষে আবারও স্বদেশে ফিরতে চাইছেন তিনি।
প্রথম মৌসুমে বুরুশিয়ার হয়ে খেলেন মাত্র ১২টি ম্যাচ আর তাতেই এক গোল আর ৪ অ্যাসিস্ট করেন। ২য় মৌসুম থেকেই নিজেকে মেলে ধরতে শুরু করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ২০১৮/১৯ মৌসুমে ৩৪টি বুন্দেস লিগার ম্যাচ খেলেন সানচো। যেখানে ১২ গোলের সঙ্গে করেন ১৪টি অ্যাসিস্ট। নিজের ৩য় মৌসুমে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই তারকা। এবার অর্থাৎ ২০১৯/২০ মৌসুমে ৩২টি ম্যাচ খেললেও ১৭ গোল করেন আর নামের পাশে আরও যোগ করেন ১৬টি অ্যাসিস্ট। এতো ছিল কেবল তার বুন্দেস লিগার পরিসংখ্যান।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে গেল দুই মৌসুমে ১৫ ম্যাচে তিন গোল আর তিন অ্যাসিস্ট করেছেন তিনি। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে দলে ভেড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাটেড। জার্মান বিল্ড স্পোর্ট জানিয়েছে সানচোর সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে একমত হয়েছে ম্যানচস্টার ইউনাটেড। তার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চায় রেড ডেভিলরা। সেই সঙ্গে বুরুশিয়ার দাবি করা ১২০ মিলিয়ন ইউরোও প্রদান করবে ওলে গানার সোলশায়ারের দল।
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ জডান সানচো বুন্দেস লিগা বুরুশিয়া ডর্টমুন্ড ম্যানচেস্টার ইউনাইটেড