Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে ফিরল নারী ক্রিকেট দল


১০ আগস্ট ২০২০ ১৭:১৭ | আপডেট: ১০ আগস্ট ২০২০ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে বিসিবি আয়োজিত ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। ছেলেদের অনুশীলনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনে এসে ঢাকাস্থ আগ্রহী ৫ নারী ক্রিকেটারের দুইজন ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরালেন।

হোম অব ক্রিকেট মিরপুরে বোলিং ও জিম সেশনের মধ্য দিয়ে নিজেদের প্রথম দিনের অনুশীলন সারলেন জাহানারা আলম ও নাহিদা আক্তার।

করোনার দাপটে প্রায় পাঁচ মাস মাঠে ক্রিকেট নেই। সঙ্গত কারণেই ছেলে ক্রিকেটারদের মতো মেয়ে ক্রিকেটারদেরও ঘরবন্দী থাকতে হয়েছে। ঈদ-উল-আযহার আগে বিসিবি’র ব্যবস্থাপনায় ঢাকা ও ঢাকার বাইরে ১৩ ছেলে ক্রিকেটারেরও ব্যক্তিগত অনুশীলন শুরু করলেও সেখানে তাদের উপস্থিতি দেখা যায়নি। যদিও রুমানা আহমেদ খুলনায় একা একাই ব্যক্তিগত অনুশীলন করেছেন। অবশেষে দ্বিতীয় ধাপে ব্যক্তিগত অনুশীলনে যুক্ত হয়েছেন ৯ প্রমীলা ক্রিকেটার।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) মিরপুরে দিনের শুরুতে অনুশীলন করেন লাল সবুজের প্রমীলা দলের পেস বোলার জাহানারা। দীর্ঘ দিন পর মিরপুরে এসে আগে ইনডোরের মাঠে বোলিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই পেসার। এরপর জিমে কিছুক্ষন অনুশীলন করে ফিরে যান জাহানারা। জাহানারার পর সূচি অনুযায়ী অনুশীলন করেছেন নাহিদা আক্তারও।

অনুশীলন ফিরিয়েছে বিসিবি জাহানারা আলম নাহিদা আক্তার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর