Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউসুফ-রাজ্জাককে কোচ বানাচ্ছে পিসিবি


১৫ আগস্ট ২০২০ ১৮:৪৪

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে পেতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অনেকদিন ধরে দেশের সাবেক ক্রিকেটারদের ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগানোর প্রবনতা দেখাচ্ছে পিসিবি। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, তার অংশ হিসেবেই ইউসুফ, রাজ্জাককে কোচিংয়ের প্রস্তাব দেওয়া। পিসিবির সুত্র বলছে, এই দুজনের সঙ্গে পাকিস্তানের আরেক সাবেক টেস্ট ক্রিকেটার বাসিত আলিকেও হাই পারফরম্যান্স ইউনিটে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে পিসিবি।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, ইউসুফ-রাজ্জাক প্রস্তাবে সম্মত হয়েছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দিবে পিসিবি।

হাই পারফরম্যান্স ইউনিটকে ঢেলে সাজাতে চায় পিসিবি। গত কয়েক মাসে দৃশ্যমান কিছু পরিবর্তনও আনা হয়েছে। শুধু ক্রিকেটার বা কোচ নয়, আম্পায়ার, ম্যাচ রেফারি, স্কোরার এবং প্রাদেশিক দলগুলোর কোচদের নিয়েও কাজ করা হচ্ছে। বর্তমানে পিসিবির এইচপি সেন্টারের পরিচালকের পদে আছেন সাবেক টেস্ট ক্রিকেটার নাদিম খান।

কদিন আগে মোহাম্মদ ইউসুফের ক্রিকেট মস্তিষ্ককে কাজে না লাগানোর সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। ইউসুফকে বাদ দিয়ে ইউনিস খানকে পাকিস্তানের ব্যাটিং কোচ বানানোর বিষয়টি একদমই পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক গতি তারকার। তার সমালোচনার পরপরই ইউসুফকে এইচপির কোচ হওয়ার প্রস্তাব দেওয়ার কথা জানা গেল।

আব্দুর রাজ্জাক পিসিবি মোহাম্মদ ইউসুফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর