প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ ক্লপ
১৫ আগস্ট ২০২০ ২০:১৩
ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচের পুরস্কার উঠেছে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের হাতে। ক্লপের যে পুরস্কারটা পেতে যাচ্ছেন সেটা অবশ্য আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। ত্রিশ বছর পর তার হাত ধরেই যে এবার প্রিমিয়ার লিগের অধরা শিরোপাটা ধরল লিভারপুল।
শনিবার (১৫ আগস্ট) বর্ষসেরা কোচ হিসেবে ক্লপের নাম ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, লেস্টার সিটির কোচ ব্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন জার্মান কোচ।
এবারের মৌসুমে পাঁচবার মাসের সেরা কোচ নির্বাচিত হয়েছেন ক্লপ। অতীতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে এতোবার মাস সেরা কোচ হতে পারেননি কেউই। ২০১৭-১৮ মৌসুমে চারবার মাসের সেরা পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্লপের অধীনে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে এবার প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। শেষ পর্যন্ত ৯৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ক্লাবটি। সব ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে ছিল লিভারপুল।