বৃষ্টির পেটে সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন
১৬ আগস্ট ২০২০ ০৮:৩৯
বৃষ্টির কারণে টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনের অর্ধেক খেলা হয়নি। ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিনের পুরোটাই গেল বৃষ্টির পেটে। বৃষ্টির কারণে তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরে বৃষ্টি থামলেও আলোকস্বল্পতা আর ভেজা উইকেটের কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। লম্বা সময় অপেক্ষা করে স্থানীয় সময় ৫টা ১৭ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
টেস্টের তিন দিনে মোট খেলা হয়েছে ৮৬ ওভার। প্রথম দিন টস জিতে ব্যাটিং করতে নামা পাকিস্তান তৃতীয় দিন শেষে স্কোর ৯ উইকেটে ২২৩। ৬০ রান করে অপরাজিত উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ১ রানে তার সাথে ব্যাট করছিলেন পেসার নাসিম শাহ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস- ২২৩/৯, ওভার ৮৬ (রিজওয়ান ৬০*, আবিদ আলী ৬০, বাবর আজম ৪৭, আজহার আলী ২০; অ্যান্ডারসন ৩/২৪, ব্রড ৩/৫৬, কারান ১/৪৪, ওকস ১/৫৫)।
ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট