বৃষ্টির রাজত্বে ড্রয়ের পথে সাউদাম্পটন টেস্ট
১৭ আগস্ট ২০২০ ০৯:৫৭
সাউদাম্পটন টেস্টে বৃষ্টির রাজত্ব চলছেই। বৃষ্টির কারণে টেস্টের প্রথম দুই দিনের অর্ধেক খেলা হয়নি। তৃতীয় দিনে একটা বলও গড়ায়নি মাঠে। বৃষ্টি ভুগিয়েছে কাল চতুর্থ দিনেও। খেলা হয়েছে মাত্র ১০.২ ওভার। চার দিনে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। শেষ দিনে চরম নাটকীয় কিছু না হলে ড্র’তেই নিষ্পত্তি হতে যাচ্ছে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটি।
দ্বিতীয় দিন শেষে প্রথমে ব্যাটিং করতে নামা পাকিস্তানের স্কোর ছিল ৯ উইকেট ২২৩। তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়াতে কাল চতুর্থ দিন সেখান থেকে শুরু করে ২৩৬ রানে থেমেছে পাকিস্তান। ৬০ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান ৭২ রানে আউট হলে পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে।
পরে জবাব দিতে নেমে প্রথম ওভারেই জো বার্নসকে হারায় ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে ক্যাচ দেন ইংলিশ ওপেনার। স্বাগতিকরা ৫ ওভারে ১ উইকেটে ৭ রান তুলতেই বৃষ্টির হানা। এরপর অবশ্য বৃষ্টি থেমেছে কিন্তু ভেজা মাঠ আর আলোকস্বল্পতার কারণে খেলা শুরুর মতো পরিবেশ তৈরি হয়নি। স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ইংল্যান্ডের পক্ষে ডম সিবলি ২ ও জ্যাক ক্রাওলি ৫ রানে অপরাজিত ছিলেন। চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোট ৯৬.২ ওভার।
ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট