ড্র’তেই নিষ্পত্তি সাউদাম্পটন টেস্ট
১৮ আগস্ট ২০২০ ১৩:২৮
ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার সাউদাম্পটন টেস্ট যে ড্র হতে যাচ্ছে সেটা আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল। টেস্টের চতুর্থ দিনেও দু’দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। প্রথম চার দিনে খেলা হয় মাত্র ৯৬.২ ওভার। পঞ্চম দিনেও বৃষ্টির উপদ্রব, খেলা হলো মাত্র একটা সেশন। সব মিলিয়ে বৃষ্টির রাজত্বে ড্র’তেই নিষ্পত্তি হয়েছে সাউদাম্পটন টেস্ট।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শেষে ১-০ তে এগিয়ে থাকল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। অর্থাৎ সিরিজ বাঁচাতে হলে ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টটা জিততেই হবে পাকিস্তানকে।
সাউদাম্পটনে কাল পঞ্চম দিনের শুরুতেও ছিল বৃষ্টির দাপট। খেলা শুরু হয়েছে স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে। ১ উইকেটে ৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ১১০ রানে। তার আগে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটা তুলে নিয়েছেন জ্যাক ক্রাওলি। ৯৯ বলে ৭ চারে ৫৩ রান করে মোহাম্মদ আব্বাসের বলে ফিরলে ৯১ রানের জুটি ভাঙে। ৯৫ বলে ৩২ রান করা ডম সিবলিকেও ফিরিয়েছেন আব্বাস।
পরে ইয়াসির শাহর বলে ওলি পোপ ফিরলে একটু পর ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস দুটি, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ একটি করে উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড ইনিংস ঘোষণা করার পর নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান। ড্র মেনে নিয়েছেন দুই দলের অধিনায়কই।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস- ২৩৬, ওভার ৯১.২ (রিজওয়ান ৭২, আবিদ ৬০, বাবর ৪৭, আজহার ২০; ব্রড ৪/৫৬, আন্ডারসন ৩/৬০)।
ইংল্যান্ড প্রথম ইনিংস ১১০/৪ ডি, ওভার ৪৩.১ (ক্রাওলি ৫৩, সিবলি ৩২, পোপ ৯*; আব্বাস ২/২৮, আফ্রিদি ১/২৫, ইয়াসির ১/৩০)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট