ক্রলি-বাটলারের রেকর্ডের পর অ্যান্ডারসনের ছোবল, বিপদে পাকিস্তান
২৩ আগস্ট ২০২০ ০৮:০৩
সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনটা যেভাবে কাটল তার চেয়ে ভালো দিন আশা করতে পারত না ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও জস বাটলারের রেকর্ড জুটিতে রানের পাহাড় গড়ার পর শেষ বিকেলে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল স্বাগতিকরা। পাকিস্তানের বাকি সর্বনাশটা করেছেন জেমস অ্যান্ডারসন। শেষ বিকেলে ১৮ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে সফরকারীদের কোনঠাসা করেছেন ইংল্যান্ডে অভিজ্ঞ পেসার।
৩ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৫৮৩ রান তুলে। অর্থাৎ ফলোয়ন এড়াতে এখনো ৩৬০ রান দরকার আজহার আলীর দলের। শুরুর বিপর্যয়ের মধ্যে ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন আজহার।
পাকিস্তান চাপে পড়েছিল প্রথম দিনেই। ৪ উইকেট হারিয়ে প্রথম দিনেই ৩৩২ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। ১৭১ রানে অপরাজিত ছিলেন ক্রলি। তার সঙ্গে জস বাটলার অপরাজিত ছিলেন ৮৭ রানে। কাল সেখান থেকে শুরু করে পাকিস্তানি বোলারদের সুযোগই দেয়নি ক্রলি-বাটলার। বৃষ্টির কারণে দিনের প্রথম সেশনের খেলা বারবার থেমে যাচ্ছিল। তার মধ্যেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বাটলার।
ক্রলি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন দ্বিতীয় সেশনে। ডাবল পূর্ণ হওয়ার পর দ্রুত রান তুলতে চেয়েছেন ইংলিশ তরুণ। স্পিনারদের সুইপ, রিভার্স সুইপ করে লেংথ পরিবর্তন করতে বাধ্য করেছেন। লং অন, লং অফ দিয়েও রান তুলছিলেন। উপায়ন্তু না দেখে সিলেবাসের বাইরের কিছু ব্যবহার করেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। অনিয়মিত বোলার আসাদ শফিক, ফাওয়াদ আলম, শান মাসুদদের দিয়ে বোলিং করান। কাজ হয় তাতেই। আসাদ শফিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্রথম সেঞ্চুরিটাকে ট্রিপল বানানো সুযোগ হারিয়েছেন ক্রলি। তার আগে পঞ্চম উইকেটে ৩৫৯ রান তোলেন দুজন। ইংল্যান্ডের পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।
ফেরার আগে ৩৯৩ বলে ২৬৭ রান করেছেন। ২২ বছর বয়সী তরুণের ইনিংসে চারের মার ছিল ৩৪টি, ছক্কা ১টি। বাটলারও ফিরেছেন অনিয়মিত বোলারের বলে। ৩৩১ বলে ১৫২ রান করে ফাওয়াদ আলমের বলে ফিরেছেন ইংলিশ উইকেটরক্ষক। ক্যারিয়ারের প্রথম দেরশোর্ধ্ব ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ২ ছয়ে। এরপর ওয়ানডে মেজাজে ব্যাটিং করে দলের রান ছয়শ’র কাছাকাছি নিয়েছেন ক্রিস ওকস (৪০), ডম বেসরা (২৭)।
পাকিস্তানের বাকি সর্বনাশটা হয়েছে জেমস অ্যান্ডারসনে। দুর্দান্ত সুইং বোলিংয়ে পাকিস্তানের টপ অর্ডারে ধসিয়ে দিয়েছেন ইংলিশ তারকা। ইতিহাসের প্রথম পেসার হিসেবে ছয়শ টেস্ট উইকেটের কাছাকাছি থাকা অ্যান্ডারসন শুরুতেই ভেতরে ঢোকা বলে শান মাসুদকে ফিরিয়েছেন। তার সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবিদ আলী। অধিনায়ক আজহার আলীকে নিয়ে এরপর বিনা বিপদে দিন শেষ করার সম্ভাবনা দেখাচ্ছিলেন পাকিস্তানের ব্যাটিং নিউক্লিয়াস বাবর আজম। কিন্তু শেষ মুহূর্তে অ্যান্ডারসনের নিচু হয়ে ভেতরে ঢোকা এক বলের জবাব দিতে পারেননি বাবর, এলবিডব্লিউ। ওই আউটের পরই থেমে যায় দিনের খেলা।
ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট