বাফুফে নির্বাচন: সালাউদ্দিনকে টেক্কা দিতে তরফদারের ইউটার্ন!
২৩ আগস্ট ২০২০ ২১:৪৭
ঢাকা: গত ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা বাধার কারণে আটকে গেছে সব। অবশেষে সামনের অক্টোবরেই নির্বাচন হতে চলেছে। তবে খোলা মাঠে গোল দিয়ে টানা চতুর্থবার সভাপতি পদে লড়তে বেগ পেতে হতে পারে কাজী সালাউদ্দিনকে। তিনবারের সভাপতিকে টেক্কা দিতে ফের নির্বাচনী ময়দানে সক্রীয় হয়েছেন তরফদার রুহুল আমিন!
সূত্রের খবর বলছে, জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠকদের একটা বড় অংশ ফুটবলে পরিবর্তনের আশায় নির্বাচনে ফেরাতে চান তরফদারকে। সেই ডাকে সাড়া দিয়ে প্রথমে সরে দাঁড়ালেও ফের সভাপতি নির্বাচনে করতে পারেন এই সংগঠক।
বাফুফে নির্বাচনে এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক।
৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ বার্ষিক সভা ও নির্বাচনের সময় চূড়ান্ত করা হয়েছে। সঙ্গে আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা দিবে বাফুফের নির্বাচন কমিশন। তাই প্রার্থী নির্বাচনসহ পুরো প্যানেল গোছানোয় মনোযোগ দুই পক্ষের। সবকিছু চূড়ান্ত করতে উঠে পড়ে লেগেছে সালাউদ্দিন-তরফদার। অতি শিগগিরই কে কে কোন পদে দাঁড়াচ্ছেন তা সামনে আসবে।
তবে গত ১৭ ফেব্রুয়ারিতে নির্বাচনে সরে দাঁড়ানোর ঘোষণায় বেশ চমকই উপহার দিয়েছিলেন তরফদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে আপাতত নির্বাচন থেকে সরে আসেন। এবং বলেন, ‘আমি ব্যক্তিগত কারণেই আপাতত সভাপতি পদে নির্বাচন করা থেকে সরে এসেছি। এটার কারণ হচ্ছে- আমরা ফুটবলের ভালো চাই। ফুটবল এগিয়ে যাক। আমরা সকলকে নিয়ে ফুটবলকে এগিয়ে নিতে চাই। ফুটবলে আসলে আমাদের অনেক কিছু কাজ বাকী আছে। অনেক কিছু করারও আছে। নির্বাচনকে নিয়ে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা থেকে মুক্তি পেতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
নির্বাচনকে সামনে রেখে গত দুই বছর থেকে মাঠ গোছাতে শুরু করেছিলেন তরফদার। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাবেক ফুটবলার ও সংগঠকদের (অন্তত ১০ জন সালাউদ্দীনের নেতৃত্বাধীন নির্বাহী কমিটির) নিয়ে প্যানেল গঠনের কার্যক্রমও সেরে ফেলেছিলেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির ষষ্ঠ সভা শেষে নির্বাচন ও প্যানেল নিয়ে খোলামেলা আলাপও করেছিলেন এই সংগঠক।
সরে দাঁড়ানোর ঘোষণার পর নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাফুফের বর্তমান সহ-সভাপতি বাদল রায়। তবে তরফদারের ইউটার্ন চিত্রপট বদলে দেবে সব। গতকাল শনিবার যশোরে গিয়েও তৃণমূল প্রার্থী গোছানোর বিষয়টি উল্লেখ করেছেন তরফদার।
তরফদার যে ফিরছেন তার ইঙ্গিত সরাসরি দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফ্ফার, ‘তরফদার ফুটবলের পরীক্ষিত সৈনিক। ১২ বছরে তলিয়ে যাওয়া ফুটবলকে বাঁচাতে পরিবর্তন দরকার। তরফদারের মাধ্যমে সেই পরিবর্তন আসবে আশা করি। বাফুফের সভাপতি আসনে তাকে দেখতে চাই। আমরা সবাই তার পাশে আছি। তার হাতকে শক্ত করবো। ফুটবলের স্বার্থেই পরিবর্তন চাই।’
পরিবর্তন আসবে কি না তা নির্বাচনের দিনই জানা যাবে। তবে তার আগে তফসিলকে কেন্দ্র করে নির্বাচনের নাটক আছে অনেক। নাটকের শুরু হয়েছে। ট্র্যাজেডি বাকী।